মধ্য ফিলিপাইনে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। এখন পর্যন্ত কমপক্ষে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহতের সংখ্যা দেড় শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
এদিকে, দেশটিতে এরইমধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। এতে দ্বীপটির বিভিন্ন সড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু ভবন ধসে পড়েছে। সেবু শহরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
দুর্যোগকবলিত এলাকায় উদ্ধারকাজ চলছে। হতাহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে, তবে ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ এলাকায় অবস্থানের কারণে ফিলিপাইনে ভূমিকম্পের ঘটনা স্বাভাবিকভাবেই বেশি ঘটে।
সূত্র: ফ্রান্স-২৪, আল জাজিরা।
/এআই