
নবীনগরে জমি বিরোধে ভাতিজার দা’র কোপে চাচার কব্জি বিচ্ছিন্ন
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে নবীনগরের নাটঘর ইউনিয়নের চড়িলাম গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত চাচা রফিকুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ও তার ছোট ভাই দুধন মিয়ার মধ্যে জমির মাটি কাটার হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে এই বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে দুধন মিয়ার ছেলে বাইজিদ চাচা রফিকুল ইসলামের ওপর দা দিয়ে হামলা চালায়।
হামলায় রফিকুল ইসলামের বাম হাতের কব্জি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানিয়েছেন, জমি সংক্রান্ত এই বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল এবং ইতিপূর্বেও পারিবারিক কলহের একাধিক ঘটনা ঘটেছে।