গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’ও আটকে দিয়েছে ইসরায়েল। আটকের আগমুহূর্তে নৌযানটি গাজা উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে ছিলো। ছিলো ৬ মানবাধিকারকর্মী।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নৌযানটিতে হামলা চালায় ইসরায়েলি নেভি। তুলে নিয়ে যাওয়া হয় জাহাজটিতে থাকা মানবাধিকার কর্মীদের।
এটিই ফ্লোটিলার ৪৪টি জাহাজের বিশাল বহরের শেষ সক্রিয় নৌযান, যা গাজার অবরুদ্ধ জনগণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল। এটি আটকের মধ্য দিয়ে ইসরায়েলি নৌবাহিনীর হাতে ফ্লোটিলার কার্যত সমাপ্তি ঘটাল।
এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি মানবাধিকার কর্মীরা অনশন শুরু করেছেন। গাজায় ত্রাণবহর নিয়ে যেতে বাধা দেয়ায় এই প্রতিবাদ শুরু করেছে তারা।
/এমএইচ