ভারতের সেনাপ্রধান কিছুদিন আগে পাকিস্তানের মানচিত্র মুছে ফেলার হুমকি দিয়েছিলেন। এবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ রোববার ভোরে ভারতের শীর্ষ নিরাপত্তামহলের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন।
তিনি বলেছেন, যদি ভারত যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে তাদের যেসব যুদ্ধবিমান পাকিস্তান ধ্বংস করেছে, তার স্তূপের নিচেই ভারতকে কবর দেয়া হবে ইনশাআল্লাহ।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আসিফ বলেন, ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক বক্তব্য তাদের হারানো বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টা।
অভিযোগ করে তিনি বলেন, ভারতের নেতাদের বক্তব্য শীর্ষমহলে চাপের ইঙ্গিত বহন করছে।
আসিফ আরও বলেন, এমন একতরফা ৬-০ হারের পর যদি তারা আবার চেষ্টা করে, পাকিস্তানের স্কোর আরও ভালো হবে। ভারতের জনমত শাসক দলের বিপরীতে চলে গেছে, সেটিই তাদের কথায় প্রতিফলিত হচ্ছে। পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত রাষ্ট্র, আমাদের রক্ষাকারীরা আল্লাহর সৈনিক। এবার ভারত তাদের বিমানগুলোর ধ্বংসস্তূপের নিচেই কবরস্থ হবে।
এর আগে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রও ভারতের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, উসকানিমূলক ও যুদ্ধোন্মাদ মন্তব্যের ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে।
/এটিএম