Swadhin News Logo
বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ভারতে ভূমিধসে চাপা পড়ে বাসের ১৮ যাত্রী নিহত

প্রতিবেদক
Nirob
অক্টোবর ৮, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ণ
ভারতে ভূমিধসে চাপা পড়ে বাসের ১৮ যাত্রী নিহত

ভারতে ভূমিধসে চাপা পড়ে বাসের ১৮ যাত্রী নিহত

ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে যাত্রীবাহী বাস চাপা পড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) স্থানীয় সময় রাতে রাজ্যের বিলাসপুর জেলার ভালুঘাটে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৩০–৩৫ যাত্রী বহনকারী বাসটি হরিয়ানা থেকে বিলাসপুরের কাছে ঘুমারউইনের পথে যাচ্ছিল, তখন ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে পুরো বাসটিকে ঢেকে দেয়।

তাৎক্ষণিকভাবে প্রাণ যায় অনেকের। পরে, আহতদের উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিলাসপুর হিমাচল প্রদেশে দুর্ঘটনার কারণে প্রাণহানির খবর শোনার পর দুঃখিত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

উল্লেখ্য, ভারি বর্ষণজনিত কারণে গেল কয়েক দিন ধরে হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে।

সূত্র: গালফ নিউজ, রয়টার্স, এনডিটিভি নিউজ।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক