Swadhin News Logo
বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

তুষারঝড়ে আটকা আরও শতাধিক এভারেস্ট আরোহী উদ্ধার

প্রতিবেদক
Nirob
অক্টোবর ৮, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ
তুষারঝড়ে আটকা আরও শতাধিক এভারেস্ট আরোহী উদ্ধার

তুষারঝড়ে আটকা আরও শতাধিক এভারেস্ট আরোহী উদ্ধার

তিব্বতের কারমা ভ্যালিতে ভয়াবহ তুষারঝড়ে আটকা পড়া শতাধিক পর্বতারোহী, স্থানীয় গাইড ও পশুচারণকারীকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল তুষারপাতের পর এই দুর্গম উপত্যকায় আটকা পড়েছিলেন তারা।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, মোট ৫৮০ জন পর্বতারোহী এবং ৩০০-রও বেশি স্থানীয় গাইড ও ইয়াক চারণকারী নিরাপদে পৌঁছেছেন তিব্বতের ডিংরি কাউন্টির কুডেং টাউনশিপে। রোববার পর্যন্ত প্রায় ৩৫০ জনকে উদ্ধার করা হয়। আর মঙ্গলবার শেষ ধাপে আরও শতাধিক আরোহীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এটি অঞ্চলের অন্যতম বৃহৎ উদ্ধার অভিযান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কারমা ভ্যালি এভারেস্টের পূর্ব ঢালে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত। শুক্রবার ও শনিবারের প্রবল তুষারঝড়ে এলাকা প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। উদ্ধারকারী দল খাবার, ওষুধ, অক্সিজেন ও গরম রাখার সামগ্রী নিয়ে সেখানে পৌঁছে আটকে পড়া প্রায় ৯০০ জনকে নিরাপদ স্থানে নিয়ে আসে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সবাই এখন নিরাপদে আছে এবং ধীরে ধীরে তাদের নিজ নিজ এলাকায় পাঠানো হচ্ছে। এদিকে, গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া চীনের আট দিনের ছুটিতে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে বহু পর্যটক তিব্বতের দুর্গম এলাকায় ভ্রমণে গিয়েছিলেন।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট ও দৌইনে অনেকেই এই অভিযাত্রীদের সমালোচনা করেছেন। তাদের মতে, বিপজ্জনক এলাকায় ধনী শ্রেণির এসব অভিযান অপ্রয়োজনীয় ঝুঁকি তৈরি করছে।

এক অভিযাত্রী এরিক ওয়েন বলেন, ‘আমাদের আগের কিছু মানুষ বরফে পথ তৈরি করে দিয়েছিলেন, সেই পায়ের ছাপ অনুসরণ করে এগিয়েছি। নইলে হয়তো আমরা কেউই ফিরতে পারতাম না’। তিনি জানান, ১৯ কিলোমিটার পথ তুষার ভেদ করে হেঁটে বেরিয়ে আসতে হয়েছে তাদের।

/এমএমএইচ

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত