গাজামুখী ত্রাণবহরে হামলা এবং উপত্যকায় আগ্রাসনের প্রতিবাদে এবার উত্তাল লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিন ভেনেজুয়েলা, চিলি, ব্রাজিল, কলম্বিয়ার রাজধানীসহ প্রধান প্রধান শহরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ প্রতিবাদ। এতে অংশ নেন লাখো লাখো মানুষ। এ সময় অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি করা হয়।
পাশাপাশি, ত্রাণবাহী বহরে ইসরায়েলি নৌবাহিনীর বাধা এবং মানবাধিকারকর্মীদের আটকের ঘটনার কঠোর নিন্দা জানানো হয়। ইসরায়েল সন্ত্রাসীর মতো আচরণ করছে বলেও জানান বিক্ষোভকারীরা। গাজায় ইসরায়েলি গণহত্যার জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমর্থনকেও দায়ী করা হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতৃত্বে হামলার ঘটনাকে কেন্দ্র করে টানা দুই বছর গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় ১,২০০ জনেরও বেশি মানুষ নিহত হয় এবং আরও ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল।
প্রতিক্রিয়ায় ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে উপত্যকাটিতে। আহত হয়েছে ১ লাখ ৬৯ হাজারেরও বেশি মানুষ।
/এএম