Swadhin News Logo
শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নোবেল পাওয়ার খবরে মারিয়া বললেন- ‘আমি বিস্মিত’

প্রতিবেদক
Nirob
অক্টোবর ১০, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
নোবেল পাওয়ার খবরে মারিয়া বললেন- ‘আমি বিস্মিত’

নোবেল পাওয়ার খবরে মারিয়া বললেন- ‘আমি বিস্মিত’

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার খবর জানতে পেরে বলেছেন, আমি বিস্মিত। এএফপি নিউজ এজেন্সিকে তার প্রেস টিমের পাঠানো একটি ভিডিওতে এ কথা বলতে শোনা গেছে।

বিরোধীদলীয় নেতা মাচাদোকে এডমুন্ডো গঞ্জালেজ উরুটিয়াকে টেলিফোনে বলতে শোনা যায়- ‘আমি বিস্মিত’। এডমুন্ডো ২০২৪ সালে দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। বর্তমানে নির্বাসিত রয়েছেন।

ফোনে জবাবে এডমুন্ডো গঞ্জালেজ বলেন, আমরাও উচ্ছ্বছিত। তিনি আরও বলেন, এটা কী? আমি বিশ্বাস করতে পারছি না।

প্রসঙ্গত, চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) ভেনেজুয়েলার গণতন্ত্রকামী এই রাজনীতিককে সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

নোবেল কমিটি জানিয়েছে, গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস কাজের স্বীকৃতি দেয়া হয়েছে মাচাদোকে। ভেনেজুয়েলাকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য সংগ্রাম করে যাচ্ছেন এই নারী।

এসআইএন/এটিএম

সর্বশেষ - আন্তর্জাতিক