প্রকৃত বয়সের চেয়েও কমপক্ষে ১৪ বছর তরুণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হৃদয়। এমন চমকপ্রদ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক।
হোয়াইট হাউসের চিকিৎসক শন বারবাবেলা বলেন, বয়সের তুলনায় ট্রাম্পের স্বাস্থ্যগত অবস্থা অনেক ভালো। বয়স ৭৯ বছর হলেও তার হার্ট এখনও মাত্র ৬৫ বছর বয়সীদের মতো কাজ করছে। যাকে ব্যাখ্যা করা হয়েছে ‘কার্ডিয়াক এজ’ হিসেবে।
মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। যদিও তার সাথে সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী শরীর সুস্থ রাখতে তেমন একটা যত্নশীল নন ট্রাম্প। শরীরের জন্য ক্ষতিকর ‘রেড মিট’ খান নিয়মিত। এরপরেও ট্রাম্পের হৃদযন্ত্রের অবস্থা ব্যতিক্রম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অবশ্য স্বাস্থ্য সচেতন না হলেও নিয়মিত হেলথ চেক আপ আর গলফ খেলাকে প্রাধান্য দিয়ে আসছেন তিনি।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট।
/এআই