গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে না হতেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। বোমার আঘাতে নিহত হয়েছে কমপক্ষে একজন। আহত আরও দুইজন।
হিজবুল্লাহ পরিচালিত আল মানার টিভিতে দেখানো হয় বিস্ফোরণের ফুটেজ। দক্ষিণাঞ্চলীয় সিডনের আল নাজারিয়া এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।
তেলআবিবের দাবি, হিজবুল্লাহর আস্তানা টার্গেট করে অভিযান চালানো হয়েছে। অভিযোগ রয়েছে, লেবানিজ সশস্ত্র গোষ্ঠীটি আবারও নিজেদের সামরিক অবকাঠামো তৈরির প্রস্তুতি নিচ্ছিলো। আর সে লক্ষ্যেই জড়ো করছিলো প্রয়োজনীয় সরঞ্জাম।

যদিও হিজবুল্লাহর দাবি, বুলডোজার ও এক্সক্যাভেটর বিক্রির একটি প্রদর্শনী চলছিলো সেখানে। বিস্ফোরণের পর আগুন ধরে যায় ভবনে। হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সংলগ্ন সড়কটিও। লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে গত নভেম্বরে হিজবুল্লাহর সাথে চুক্তির পরও বহুবার শর্তভঙ্গ করেছে তেলআবিব।
সূত্র: আল জাজিরা।
/এআই