রাশিয়ার ভয়াবহ হামলায় অন্ধকারে ডুবে আছে ইউক্রেনের কয়েক লাখ বসতবাড়ি ও স্থাপনা। শুক্রবার (১০ অক্টোবর) দেশটির একাধিক জ্বালানি স্থাপনায় আক্রমণ করে মস্কো।
এ সময় রাজধানী কিয়েভসহ ৯টি অঞ্চলের ১০ লাখের বেশি পরিবার হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এছাড়াও দেখা দেয় পানির সংকট। অচল হয়ে পড়ে পরিবহন সেবা। রুশ হামলায় একজনের মৃত্যুও হয়েছে বলে জানায় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। আহত হয়েছে শিশুসহ কমপক্ষে ২০ জন। শুক্রবারের বোমাবর্ষণ ইউক্রেনে রাশিয়ার চালানো সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি বলে দাবি কিয়েভের।
দেশটি বেসরকারি জ্বালানি সংস্থা (ডিটিইকে) জানিয়েছে, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো। বিদ্যুৎ ও পানি সরবরাহ পুনরুদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রায় সাড়ে পাঁচ লাখ ব্যবহারকারী ফিরে পেয়েছে বিদ্যুৎ সংযোগ।
সূত্র: রয়টার্স।
/এআই