Swadhin News Logo
রবিবার , ১২ অক্টোবর ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যুদ্ধবিরতির পর কেমন হবে গাজার শাসনব্যবস্থা?

প্রতিবেদক
Nirob
অক্টোবর ১২, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ
যুদ্ধবিরতির পর কেমন হবে গাজার শাসনব্যবস্থা?

যুদ্ধবিরতির পর কেমন হবে গাজার শাসনব্যবস্থা?

ছবি: সংগৃহীত।

এক যৌথ বিবৃতিতে, গাজায় বিদেশি শাসন মেনে না নেয়ার ঘোষণা দিয়েছে হামাসসহ ফিলিস্তিনের কয়েকটি স্বাধীনতাকামী গোষ্ঠি। তবে, ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে দ্বি-স্তরভিত্তিক শাসনব্যবস্থা নিয়ে হচ্ছে আলোচনা। সেখানে, দৈনন্দিন বিষয় ফিলিস্তিনি কমিটি দেখভাল করলেও, অর্থনীতি আর প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবে ‘বোর্ড অব পিস’। যার নেতৃত্বে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

মূলত, হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির পর, গাজা উপত্যকা থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে তেলআবিব। নিজ শহরে ফিরছে বাস্তুচ্যুত গাজাবাসী। চলছে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তির প্রক্রিয়াও।

এতোসব অগ্রগতি সত্ত্বেও ট্রাম্প প্রস্তাবিত ২০ দফা শান্তি চুক্তির অনেক গুরুত্বপূর্ণ বিষয়েই রয়েছে অস্পষ্টতা। যার মধ্যে সবচেয়ে আলোচনা হচ্ছে যুদ্ধপরবর্তী গাজার শাসনব্যবস্থা নিয়ে। হামাসকে বাদ দিয়ে সেখানে একটি দুই-স্তরের শাসনব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. সানাম ওয়াকিল বলেন, ‘শুনেছি গাজায় একটি দ্বি-স্তরীয় শাসনব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে, উপত্যকার দৈনন্দিন সেবা পরিচালনা করবে ফিলিস্তিনিদের একটি কমিটি। ওপরে থাকবে ‘বোর্ড অব পিস’। প্রেসিডেন্ট ট্রাম্প আর সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এর নেতৃত্ব দেবেন। ফিলিস্তিনি কমিটিকে নির্দেশনা প্রদানের পাশাপাশি প্রতিরক্ষা ও অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। কার্যত এটিই হবে গাজার অঘোষিত সরকার।’

তিনি আরও বলেন, ‘এই মুহুর্তে দৃশ্যমান অগ্রগতির চেয়ে প্রশ্নই বেশি। ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করার কথা বলা হয়েছে। হামাসের নিরাস্ত্রীকরণ, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও একটি ফিলিস্তিনি নাগরিক পুলিশ বাহিনী গঠনসহ বিভিন্ন দায়িত্ব পালন করবে তারা। তবে, এবিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।’

তিনি বলেন, ‘এই পরিকল্পনা এখনই স্থায়ী শান্তির নিশ্চয়তা দিতে পারবে এমনটা মনে হচ্ছে না। সম্ভাবনা থাকলেও পরিকল্পনায় এখনও ফাঁক রয়ে গেছে। এখানে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোযোগ প্রয়োজন। পাশাপাশি দরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক নীতিনির্ধারকদের সক্রিয় অংশগ্রহণ।’

তবে বিশ্লেষকদের মতে, শুধু শাসনব্যবস্থাই নয়, হামাসের নিরস্ত্রীকরণসহ গুরুত্বপূর্ণ আরও বেশকিছু বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি প্রস্তাবে।

এদিকে, যৌথ বিবৃতিতে গাজার শাসনব্যবস্থা সম্পূর্ণরূপে ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ এবং দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন পিএফএলপি। এ ব্যাপারে বিদেশি হস্তক্ষেপ মানতে নারাজ তারা। এ পরিস্থিতিতে ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে গাজায় স্থায়ী শান্তি ফিরবে কি না তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী শুক্রবার দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে মিসরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

/এমএইচআর

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
রংপুরে তিন উপজেলার ২৫ হাজার পরিবার পানিবন্দি 

রংপুরে তিন উপজেলার ২৫ হাজার পরিবার পানিবন্দি 

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া সীমিত করল বাংলাদেশ

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া সীমিত করল বাংলাদেশ

নেতানিয়াহুর ভাষণ গাজাবাসীকে শুনতে বাধ্য করল তেলআবিব

নেতানিয়াহুর ভাষণ গাজাবাসীকে শুনতে বাধ্য করল তেলআবিব

জামালপুরে মহিলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জামালপুরে মহিলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নির্বাচনে লড়বেন নেপালের জেন-জি নেতা সুদান গুরুং

নির্বাচনে লড়বেন নেপালের জেন-জি নেতা সুদান গুরুং

মাস্টারচেফ তারকারা সারা টড এবং ডিক্লান ক্লিয়ারি শক এজ-গ্যাপ রোম্যান্সকে নিশ্চিত করার পরে তাদের সম্পর্কের একটি বিশাল পদক্ষেপ নিয়েছেন

মাস্টারচেফ তারকারা সারা টড এবং ডিক্লান ক্লিয়ারি শক এজ-গ্যাপ রোম্যান্সকে নিশ্চিত করার পরে তাদের সম্পর্কের একটি বিশাল পদক্ষেপ নিয়েছেন

বিচার-সংস্কার-জুলাই সনদের জন্য আমরা লড়ে যাবো: সারজিস আলম

বিচার-সংস্কার-জুলাই সনদের জন্য আমরা লড়ে যাবো: সারজিস আলম

‘পার্শ্ববর্তী দেশে অফিস খুলে ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের চেষ্টা করছে’

‘পার্শ্ববর্তী দেশে অফিস খুলে ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের চেষ্টা করছে’

গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে আরও তিন জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও তিন জনের করোনা শনাক্ত