Swadhin News Logo
শনিবার , ৫ জুলাই ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

পাকিস্তানে বহুতল ভবন ধসে অন্তত ১২ জনের মৃত্যু

প্রতিবেদক
Nirob
জুলাই ৫, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ণ
পাকিস্তানে বহুতল ভবন ধসে অন্তত ১২ জনের মৃত্যু

পাকিস্তানে বহুতল ভবন ধসে অন্তত ১২ জনের মৃত্যু

পাকিস্তানের বন্দরনগরী করাচির একটি বহুতল ভবন ধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হন আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর, জিও নিউজের।

শুক্রবার (৪ জুলাই) প্রথমে ধসে পড়ে লি মার্কেট এলাকার পাঁচতলা ভবনটির দুটি পিলার। এর কিছুক্ষণ পর গুঁড়িয়ে যায় পুরো বিল্ডিং।

বেশ কিছুদিন আগে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কর্তৃপক্ষ। সম্প্রতি বৃষ্টিপাতের ফলে আরও দুর্বল হয়ে পড়ে এর কাঠামো। তবুও সেখানে বসবাস করছিল কয়েকটি পরিবার।

ভবনটির ধ্বংসস্তূপে অনেকেই আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তবে সময়ের সাথে সাথে কমছে তাদের বেঁচে থাকার সম্ভাবনা। এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ লিয়ারির এই ভবন ধসের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন।

প্রসঙ্গত, লি মার্কেটটি করাচির দক্ষিণাংশে লিয়ারি এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক ও জনবহুল বাজার। এর নামকরণ ব্রিটিশ প্রকৌশলী মীশাম লিয়ার নামানুসারে  করা হয়েছে। দুর্ঘটনার সময় ভবনটিতে বসবাস করছিলেন প্রায় শতাধিক মানুষ।

/এমএইচআর

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত