Swadhin News Logo
সোমবার , ৭ জুলাই ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

অস্ট্রেলিয়ায় লাঞ্চে স্বামীর বাবা-মা-খালাকে গরুর মাংসের সাথে বিষাক্ত মাশরুম খাইয়ে হত্যা

প্রতিবেদক
Nirob
জুলাই ৭, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ায় লাঞ্চে স্বামীর বাবা-মা-খালাকে গরুর মাংসের সাথে বিষাক্ত মাশরুম খাইয়ে হত্যা

অস্ট্রেলিয়ায় লাঞ্চে স্বামীর বাবা-মা-খালাকে গরুর মাংসের সাথে বিষাক্ত মাশরুম খাইয়ে হত্যা

লাঞ্চে স্বামীর বাবা-মা-খালাকে বিষাক্ত মাশরুম মিশিয়ে গরুর মাংসের ওয়েলিংটন খাইয়ে হত্যা এবং এক অতিথিকে হত্যার চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন অস্ট্রেলিয়ান নারী এরিন প্যাটারসন।

ভিক্টোরিয়া রাজ্যের মোরওয়েল শহরে অনুষ্ঠিত এই বিচারকার্যে প্রমাণে উঠে আসে—প্যাটারসন আশেপাশের এলাকা থেকে মারাত্মক বিষাক্ত ‘ডেথ ক্যাপ’ মাশরুম সংগ্রহ করেছিলেন এবং পরে পুলিশকে মিথ্যা বলে ও প্রমাণ নষ্ট করে অপরাধ গোপন করার চেষ্টা করেছিলেন।

তার আইনি দল দাবি করেছিল যে তিনি অনিচ্ছাকৃতভাবে বিষাক্ত মাশরুম সংগ্রহ করেছিলেন এবং প্রিয়জনদের অসুস্থ দেখে ‘আতঙ্কিত’ হয়ে মিথ্যা বলেছিলেন।

তবে সোমবার (৭ জুলাই) আদালতে জুরি রায় দেয় যে তিনি ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছেন। ২০২৩ সালের ২৯ জুলাই সেই ভোজনের কয়েক দিন পর হাসপাতালে মারা যান প্যাটারসনের সাবেক শ্বশুর-শাশুড়ি ডন প্যাটারসন (৭০) ও গেইল প্যাটারসন (৭০), এবং গেইলের বোন হিদার উইলকিনসন (৬৬)। স্থানীয় পাদ্রি ইয়ান উইলকিনসন (হিদারের স্বামী) কয়েক সপ্তাহ চিকিৎসার পর বেঁচে যান।

প্যাটারসনের প্রাক্তন স্বামী সাইমন প্যাটারসনও ওই দুপুরের খাবারে আমন্ত্রিত ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আসেননি। তাকে হত্যার চেষ্টার অভিযোগও ছিল, তবে বিচারের আগেই তা প্রত্যাহার করা হয়। এই মামলা অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে আলোচিত বিচারগুলোর একটি হয়ে উঠেছিল।

৯ সপ্তাহ ধরে ভিক্টোরিয়ার সুপ্রিম কোর্টে ৫০টির বেশি সাক্ষীর জবানবন্দি শোনা হয়, যার মধ্যে প্যাটারসন নিজেও ছিলেন।

পুলিশ জানায়, তারা তার বাড়ির আবর্জনা থেকে বিষাক্ত অবশিষ্ট খাবার উদ্ধার করেছিল। চিকিৎসকরা ধীরে ধীরে মৃত্যুর বিবরণ দেন।

এই মামলার একমাত্র অনুপস্থিত জিনিস ছিল মোটিভ—যা প্যাটারসনের পক্ষের জন্য গুরুত্বপূর্ণ ছিল। অভিযুক্ত দাবি করেন, প্যাটারসন ক্যান্সারের মিথ্যা কারণ দেখিয়ে অতিথিদের বাড়িতে ডেকেছিলেন, তাদের বিষ দিয়েছিলেন এবং সন্দেহ এড়াতে নিজেও অসুস্থতার ভান করেছিলেন। তিনি পুলিশ ও চিকিৎসকদের কাছে মাশরুম সংগ্রহ, খাবার শুকানোর যন্ত্র ফেলে দেয়া এবং মোবাইল ফোনের ডেটা মুছে ফেলার কথা মিথ্যা বলেছিলেন—যা তার অপরাধের প্রমাণ বলে উল্লেখ করা হয়।

কোর্টে প্যাটারসন দাবি করেন, তিনি তার আত্মীয়দের ভালোবাসতেন এবং তাদের ক্ষতি করার কোনো কারণ ছিল না। তিনি বারবার বলেন যে তিনি ইচ্ছাকৃতভাবে খাবারে মাশরুম দেননি এবং দোকানের মাশরুমের পাশে রাখা শুকনো বুনো মাশরুম দুর্ঘটনাবশত খাবারে চলে গিয়েছিল।

সপ্তাহখানেকের বিচার-বিবেচনার পর জুরি তাকে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে, যার ফলে তিনি আজীবন কারাবাসের মুখোমুখি হতে পারেন। আদালতে প্যাটারসন ও উইলকিনসন পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না এবং তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সূত্র: বিবিসি নিউজ।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান ঠেকাতে দ্বিপাক্ষিক উদ্যোগ যুক্তরাষ্ট্র-মেক্সিকোর

সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান ঠেকাতে দ্বিপাক্ষিক উদ্যোগ যুক্তরাষ্ট্র-মেক্সিকোর

১২ হাজার ভোট গণনায় ৪৮ ঘণ্টা, কেবল ‘অভিজ্ঞতা না থাকা’ কারণ নাকি ‘অন্যকিছু’

১২ হাজার ভোট গণনায় ৪৮ ঘণ্টা, কেবল ‘অভিজ্ঞতা না থাকা’ কারণ নাকি ‘অন্যকিছু’

নেতানিয়াহুর ভাষণ গাজাবাসীকে শুনতে বাধ্য করল তেলআবিব

নেতানিয়াহুর ভাষণ গাজাবাসীকে শুনতে বাধ্য করল তেলআবিব

সাদাপাথর লুটপাটের সত্যতা পেয়েছে দুদক, পুলিশ ও প্রশাসন ছিল নীরব

সাদাপাথর লুটপাটের সত্যতা পেয়েছে দুদক, পুলিশ ও প্রশাসন ছিল নীরব

রাকসু নির্বাচনে প্রচারণার সময়সীমা বাড়লো

রাকসু নির্বাচনে প্রচারণার সময়সীমা বাড়লো

স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতার হাত বিচ্ছিন্ন করে হত্যা

স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতার হাত বিচ্ছিন্ন করে হত্যা

‘স্ত্রীকে মেরে ফেলেছি, আমি আত্মসমর্পণ করবো’; ৯৯৯ নম্বরে কল করে জানালেন স্বামী

‘স্ত্রীকে মেরে ফেলেছি, আমি আত্মসমর্পণ করবো’; ৯৯৯ নম্বরে কল করে জানালেন স্বামী

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি

৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন

৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন

পিরোজপুরে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, টাকা উদ্ধার 

পিরোজপুরে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, টাকা উদ্ধার