
সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা করেসপনডেন্ট:
নির্বাচনের আগে ভারতের জাতীয় রাজনীতিতে চলছে একে অপরকে দোষারোপের চেষ্টা। কথার আক্রমণে মাঝেমধ্যেই দলীয় নেতারা টেনে আনছেন বাংলাদেশ প্রসঙ্গ। ঠিক তেমনি আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার বিরোধী (বিজেপি) দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিষয়ে কথা তুলেছেন।
কলকাতায় সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (ইজেডসিসি) তিনি বলেন, গত নবান্নে ইউনূস সরকারের হয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত দিল্লী থেকে কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে হিন্দু নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করার ঘটনাকে পুঁজি করে ভারতেও মুসলমানরা একই রকম ঘটনা ঘটাতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রসঙ্গত, আগামী বছর পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভার নির্বাচন। রাজ্যের প্রশাসনিক ক্ষমতা দখল করতে মাঝেমধ্যেই কথা দিয়ে এমন আক্রমণ-পাল্টা আক্রমণ দেখা যায় বিজেপি ও তৃণমূল সরকারের মধ্যে।
দুই দলের প্রধানরা একে অপরকে জব্দ করতে বক্তৃতায় রাজনৈতিক আক্রমণের পাশাপাশি বাংলাদেশের নানা রাজনৈতিক ও ধর্মীয় প্রসঙ্গও টানেন। কখনও অনুপ্রবেশ, কখনও হিন্দু-মুসলমান আবার কখনও আওয়ামী লীগ-বিএনপি কিংবা ইউনূস সরকারের সঙ্গে যোগসূত্রের দাবিকে হাতিয়ার করে নিজেদের নির্দোষ ও মহান বানানোর চেষ্টা করেন।
/এমএইচ

















