ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২ লাখ ৮৬ হাজারের বেশি অভিবাসীকে। এ তথ্য জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম।
শনিবার ফ্লোরিডার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন- ‘অ্যালিগেটর আলক্যাট্রেজ’ মডেলে নতুন একটি ডিটেনশন সেন্টার গড়ে তুলতে, পাঁচটি রাজ্যের সঙ্গে আলোচনা চলছে। এরমধ্যে প্রতিটি রাজ্যই রিপাবলিকান-শাসিত। তবে কোথায় এটি তৈরি করা হবে- তা এখনও নিশ্চিত করা হয়নি।
নোয়েম জানান, শিগগিরই ঘোষণা করা হবে নতুন ডিটেনশন সেন্টারের স্থান। তিনি জানান- আটককৃতদের জন্য শয্যা সংখ্যা দ্বিগুণ করতেই এ উদ্যোগ।
/এটিএম