Swadhin News Logo
শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলের হামলা

প্রতিবেদক
Nirob
জুলাই ১৮, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ণ
গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলের হামলা

গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলের হামলা

গাজায় একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর থেকে ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলি হামলায় অন্তত ৫৬ জন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫৮ হাজার ৭০০ জনের কাছাকাছি পৌঁছে গেছে এবং ১৩৯ হাজার ৯৭৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার উপত্যকাটির বিভিন্ন আবাসিক ও ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যার মধ্যে ওই গির্জাও রয়েছে। হলি ফ্যামিলি চার্চ নামের গির্জাটির সাথে প্রয়াত পোপ ফ্রান্সিস নিয়মিত যোগাযোগ রাখতেন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ইসরায়েলি ট্যাংক থেকে ছোড়া হয় গোলা। যার আঘাতে ধ্বংস হয়ে যায় চার্চটি। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন প্যারিশ পুরোহিতও রয়েছেন।

এদিকে, চার্চে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো। অবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে ইতালি। ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রও।

/এএম

সর্বশেষ - আন্তর্জাতিক