
ইসরায়েলের হামলার মাত্র এক মাসের ব্যবধানে ক্ষতিগ্রস্ত সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিবর্তন করেছে ইরান। পূর্বের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেই বসানো হয়েছে নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স। ইতোমধ্যেই সচল করা হয়েছে সেগুলো। দেশটির উচ্চপদস্থ এক সেনা কর্মকর্তার বরাতে চাঞ্চল্যকর তথ্যটি দিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই গত জুনে ইরানজুড়ে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। টার্গেট করা হয় একের পর এক পারমাণবিক ও সামরিক স্থাপনা। ধ্বংস করা হয় তেহরানের এক-তৃতীয়াংশ মিসাইল লঞ্চার। তেলআবিব পরিচালিত অপারেশন রাইজিং লায়নের পর ধারণা করা হচ্ছিল, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
তবে, সময়ের ব্যবধানেই এই ধারণার ভুল ভাঙালো ইরান। ক্ষতিগ্রস্ত সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নতুন এয়ার ডিফেন্স বসিয়েছে তেহরান। দেশটির এক শীর্ষ সেনা কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বেশ কয়েকটি ইরানি গণমাধ্যম।
বলা হচ্ছে, ইসরায়েলের হামলায় যেসব প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস হয়েছিলো নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স দিয়ে সেগুলো পরিবর্তন করা হয়েছে। পূর্বের স্থানগুলোতেই মিসাইল সিস্টেমগুলো বসানো হয়েছে।
এর আগে, চীনা প্রযুক্তির এইচকিউ-নাইন মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানের হাতে পাওয়ার খবর প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। কয়েক বছর ধরেই এয়ার ডিফেন্স সিস্টেম ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে ইরানে। রুশ এস-থ্রি হানড্রেড ছাড়াও সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে তেহরান। যার মধ্যে অন্যতম বাভার থ্রি সেভেন থ্রি এবং খোরদাদ ফিফটিন।
/এমএইচআর

















