
ভারতের উত্তরাখণ্ডের হরিদুয়ারে মন্দিরে পদদলীত হয়ে ৭ ভক্তের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ডজন খানেকের বেশি মানুষ। মূল মন্দিরে যাওয়ার পথে সিঁড়িতে পদদলীত হওয়ার ঘটনা ঘটে।
রোববার (২৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজবে মন্দির প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এতে হুড়োহুড়িতে পদদলীত হয়ে মারা যান ৭ ভক্ত।
গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পান্ডে বলেন, পদদলিত হওয়ার আগে মনসা দেবী মন্দিরে বিশাল ভিড় জমেছিল। আহত ভক্তদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মোট আহতের সংখ্যা ৫৫ জন।
এ ঘটনায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি শোকপ্রকাশ করেছেন। দুঃখপ্রকাশ করে তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। একই সঙ্গে সবরকম সাহায্যেরও আশ্বাস দিয়েছেন ধামি।
/এটিএম

















