টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে। বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রতক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের বন্যা পরিস্থিতির ভয়াবহতা।
শহরের রাস্তায় বন্যার পানিতে আটকে আছে বহু গাড়ি। বিভিন্ন সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এমনকি ট্রেনের ভেতরেও প্রবেশ করেছে বন্যার পানি। ফলে বিলম্বিত হয়েছে বেশ কয়েকটি ট্রেন যাতায়াতের সময়সূচি।
আকস্মিক বন্যা ও ৭ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এরইমাঝে বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় দুপুর ২টা থেকে জরুরি অবস্থা ঘোষণা করেছে নিউজার্সি প্রশাসন। পরিস্থিতি পর্যালোচনা ও যেকোনো ধরনের বিপদ মোকাবেলার সব রকম প্রস্তুতি নিচ্ছে নিউইয়র্ক, নিউজার্সি ও পেনসিলভেনিয়া রাজ্যের কর্তৃপক্ষ।
/এএম