Swadhin News Logo
সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রাশিয়ার তেল কিনে যুদ্ধে অর্থায়ন করছে ভারত: স্টিফেন মিলার

প্রতিবেদক
Nirob
আগস্ট ৪, ২০২৫ ১:২২ অপরাহ্ণ
রাশিয়ার তেল কিনে যুদ্ধে অর্থায়ন করছে ভারত: স্টিফেন মিলার

রাশিয়ার তেল কিনে যুদ্ধে অর্থায়ন করছে ভারত: স্টিফেন মিলার

ভারতকে রাশিয়ার তেল কেনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে অর্থায়নের অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষ সহকারী স্টিফেন মিলার।

স্টিফেন মিলার বলেছেন, ‘সবাই জানলে হতবাক হবে যে রাশিয়ার তেল কেনায় ভারত প্রায় চীনের সমান। এটি একটি অবাক করার মতো তথ্য।’

স্থানীয় সময় শনিবার (২ আগস্ট) বিভিন্ন সংবাদমাধ্যমে ভারতীয় সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়, মার্কিন হুমকি সত্ত্বেও দিল্লি মস্কোর কাছ থেকে তেল কেনা চালিয়ে যাবে।

এর আগে, স্থানীয় সময় রোববার (৩ আগস্ট) ট্রাম্প বলেছেন, বিশেষ দূত স্টিভ উইটকফ আগামী বুধবার বা বৃহস্পতিবার রাশিয়া যেতে পারেন।

তিনি হুঁশিয়ারি দিয়েছেন, শুক্রবারের আগে ইউক্রেন যুদ্ধে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দেয়া হবে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘রাশিয়াকে নিষেধাজ্ঞা দেয়া হবে, কিন্তু রুশ সরকার নিষেধাজ্ঞা এড়াতে বেশ দক্ষ। তারা চালাক এবং নিষেধাজ্ঞা ফাঁকি দিতে পারদর্শী। দেখি কী হয়।’

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক