
যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও বোয়িং বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আসন্ন ওয়াশিংটন সফরও বাতিল করেছে দেশটি।
শুক্রবার (৮ আগস্ট) একাধিক ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে আরও বলা হয়, খুব শিগগিরই রাজনাথ সিংয়ের যুক্তরাষ্ট্র সফরে যাওয়ায় কথা ছিলো। সেখানে ওয়াশিংটনের সাথে হওয়া চুক্তি অনুযায়ী বিভিন্ন ধরণের সমরাস্ত্র ক্রয়ের ঘোষণা দেয়ার কথা ছিল তার।
ভারতীয় এক কর্মকর্তা জানান, মার্কিন শুল্ক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে নতুন দিকনির্দেশনা আসার পরই সমরাস্ত্র কেনার বিষয়ে আলোচনা হতে পারে।
প্রসঙ্গত, গত বুধবার ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই প্রতিক্রিয়া হিসেবে দিল্লির এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
/আরএইচ

















