Swadhin News Logo
বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সঙ্গে ফোনালাপ পুতিনের

প্রতিবেদক
Nirob
আগস্ট ১৩, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সঙ্গে ফোনালাপ পুতিনের

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সঙ্গে ফোনালাপ পুতিনের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী শুক্রবার (১৫ আগস্ট) ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের ‘বন্ধুত্ব’ পুনর্ব্যক্ত করেছেন।

মঙ্গলবার পুতিন ও কিমের মধ্যে কথা হয়, যেখানে রুশ নেতা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তার দেশকে সামরিক সহায়তা দেয়ার জন্য পিয়ংইয়ংকে প্রশংসা করেন।

এই সপ্তাহে রাশিয়া ইউক্রেনে নতুন সামরিক অগ্রগতি অর্জন করেছে। পূর্বাঞ্চলীয় দোব্রোপিলিয়া শহরের কাছে হঠাৎ আক্রমণ চালিয়ে অল্প সময়ের মধ্যে ১০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, কিম ও পুতিন ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সুসম্পর্ক ও সহযোগিতা আরও বিকাশে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন’।

পুতিন কিমকে আলাস্কা সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠকের প্রসঙ্গেও ‘তথ্য শেয়ার করেছেন’ বলে ক্রেমলিন জানিয়েছে। তবে উত্তর কোরিয়ার সরকারি বিবৃতিতে এর উল্লেখ ছিল না।

নিজের আগের বক্তব্য পুনরাবৃত্তি করে পুতিন জানান, ‘কুর্স্ক অঞ্চল মুক্ত করার সময় উত্তর কোরিয়ার সহায়তার জন্য’ তিনি কৃতজ্ঞ।

গত বছর ইউক্রেনীয় সেনারা অপ্রত্যাশিতভাবে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে আক্রমণ চালায়, যা পশ্চিমা মিত্রদের দেখায় যে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তাদের সক্ষমতা রয়েছে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০% এলাকা দখল করে রেখেছে। পুতিন ও কিমের এই আলাপ এমন এক সময়ে হলো, যখন রুশ প্রেসিডেন্ট আলাস্কায় গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে—রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আগ্রাসনের (ফেব্রুয়ারি ২০২২) পর যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সঙ্গে তার এটি হবে প্রথম মুখোমুখি বৈঠক।

যুদ্ধের কারণে রাশিয়া পশ্চিমা বিশ্ব থেকে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়লেও মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে নজিরবিহীন সহযোগিতা গড়ে উঠেছে।

ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার তথ্য অনুযায়ী, অন্তত ১০ হাজার উত্তর কোরীয় সেনা রুশ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে।

এছাড়া উত্তর কোরিয়া রাশিয়াকে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ এবং শ্রমিক সরবরাহ করেছে।

দক্ষিণ কোরীয় গোয়েন্দা কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, রাশিয়ার বহু সেনা হয় নিহত, হয় যুদ্ধে ব্যস্ত, অথবা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় মস্কো ক্রমবর্ধমানভাবে উত্তর কোরীয় শ্রমিকদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।

সূত্র: বিবিসি নিউজ।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
আহত আফগান নারীদের পুরুষদের তুলনায় দেরিতে চিকিৎসা দেয়া হতে পারে বলে আশঙ্কা

আহত আফগান নারীদের পুরুষদের তুলনায় দেরিতে চিকিৎসা দেয়া হতে পারে বলে আশঙ্কা

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মেক্সিকো

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মেক্সিকো

ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৪ নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৪ নিখোঁজ ৪১

রাজশাহী জেলা সমন্বয় কমিটি থেকে এনসিপি নেত্রীর পদত্যাগ

রাজশাহী জেলা সমন্বয় কমিটি থেকে এনসিপি নেত্রীর পদত্যাগ

রাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

রাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে জরুরি সভায় বসেছেন সিন্ডিকেট সদস্যরা

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে জরুরি সভায় বসেছেন সিন্ডিকেট সদস্যরা

র‌্যাবের গাড়ি আটকে ছিনিয়ে নেওয়া আসামির কাছ থেকে পিস্তল-ম্যাগাজিন উদ্ধার

র‌্যাবের গাড়ি আটকে ছিনিয়ে নেওয়া আসামির কাছ থেকে পিস্তল-ম্যাগাজিন উদ্ধার

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা, আহত ৫

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা, আহত ৫

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব জেন-জি’র

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব জেন-জি’র

কফ সিরাপ খেয়ে ২ শিশুর মৃত্যু, নিরাপদ প্রমাণ করতে গিয়ে অজ্ঞান ডাক্তার

কফ সিরাপ খেয়ে ২ শিশুর মৃত্যু, নিরাপদ প্রমাণ করতে গিয়ে অজ্ঞান ডাক্তার