Swadhin News Logo
সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

লাহোর বিমানবন্দর থেকে গ্রেফতার জনপ্রিয় পাকিস্তানি ইউটিউবার ‘ডাকি ভাই’

প্রতিবেদক
Nirob
আগস্ট ১৮, ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ণ
লাহোর বিমানবন্দর থেকে গ্রেফতার জনপ্রিয় পাকিস্তানি ইউটিউবার ‘ডাকি ভাই’

লাহোর বিমানবন্দর থেকে গ্রেফতার জনপ্রিয় পাকিস্তানি ইউটিউবার ‘ডাকি ভাই’

অনলাইন জুয়া ও প্রতারণামূলক অ্যাপের প্রচারণা চালানোর অভিযোগে লাহোর বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার সাদ উর রেহমান, যিনি ‘ডাকি ভাই’ নামে পরিচিত।

রোববার (১৭ আগস্ট) লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের হাতে তিনি আটক হন। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয় এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়।

আগের দিন দেশটির ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) জানতে পারে, ডাকি ভাই দেশ ছাড়ার চেষ্টা করছেন।

এনসিসিআইএ জানিয়েছে, ডাকি ভাই কোনো সরকারি অনুমোদন ছাড়াই জুয়া অ্যাপের ‘কান্ট্রি ম্যানেজার’ হিসেবে কাজ করছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ইলেক্ট্রনিক্স ফরজিং, ইলেক্ট্রনিক্স ফ্রড, স্প্যামিং এবং স্পুফিং সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যেখানে আদালত তাকে দুই দিনের রিমান্ডে পাঠায়। মঙ্গলবার তাকে পুনরায় আদালতে হাজির করার নির্দেশ দেয়।

মামলার এজাহার অনুযায়ী, ডাকি ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ইউটিউব চ্যানেলে অনলাইন জুয়া ও বেটিং অ্যাপের প্রচার চালাচ্ছিলেন। এসব অ্যাপে বিনিয়োগ করে অসংখ্য মানুষ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।

এনসিসিআইএ-এর দাবি, ডাকি ভাইয়ের প্রলোভনে পড়ে সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত অর্থ এই অ্যাপগুলোতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। এজাহারে তার ইউটিউব চ্যানেলের অন্তত ২৭টি ভিডিওর লিংক যুক্ত করা হয়েছে, যেখানে এসব অ্যাপের প্রচারণার প্রমাণ পাওয়া গেছে।

/এমএইচআর

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত