Swadhin News Logo
মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিএনপির অনুষ্ঠানে আ.লীগের লোক আনায় দুই নেতার বাগবিতণ্ডার জেরে সংঘর্ষ, আহত ১০

প্রতিবেদক
Nirob
আগস্ট ১৯, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ
বিএনপির অনুষ্ঠানে আ.লীগের লোক আনায় দুই নেতার বাগবিতণ্ডার জেরে সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অনুষ্ঠানে আওয়ামী লীগের লোকজন আনার ঘটনায় দুই নেতার বাগবিতণ্ডার জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর কাকাইলমোড়া এলাকায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আহতদের মধ্যে মঞ্জুর হোসেন, মকবুল ও জসিমসহ তিন জনের নাম জানা গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি। এই তিন জন টেঁটাবিদ্ধ হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, গত শনিবার খাগকান্দা ইউনিয়নের বাচেরচর এলাকায় বিএনপির কার্যালয় উদ্বোধনের সময় ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া পরস্পরের বিরুদ্ধে অনুষ্ঠানে আওয়ামী লীগের লোকেদের নিয়ে আসার অভিযোগ তোলেন। একপর্যায়ে উপজেলার সিনিয়র নেতাদের সামনেই তারা বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়ান। এ সময় বেলায়েতের অনুসারীরা জাকারিয়ার অনুসারীদের মারধর করেন।

এ ঘটনার জেরে মঙ্গলবার বেলায়েতের অনুসারী ইদ্রিস আলীর বাড়িতে জাকারিয়ার অনুসারীরা হামলা চালান। এতে উভয়পক্ষের সমর্থক ও গ্রামবাসী টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভাঙচুর ও লুটপাট চালানো হয় অন্তত ১০টি বাড়িতে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে মঞ্জুর, মকবুল ও জসিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে খাগকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া বলেন, ‘ইদ্রিস আলী আওয়ামী লীগের লোক। সে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মঞ্জুর হোসেনসহ তার দল নিয়ে হামলা করেছে আজ। সে কোনও সময় বিএনপির রাজনীতি করেনি। সে আমাদের লোকজনদের আহত করেছে।’

তবে অভিযোগ করে ইদ্রিস আলী বলেন, ‘জাকারিয়া খাগকান্দা ইউনিয়ন ওলামা লীগের সভাপতি তোফাজ্জল হোসেনসহ আওয়ামী লীগের ও স্থানীয় লোকজনের সহায়তায় আমাদের লোকজনের ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। তারা আমাদের ওপর হামলা করেছে। এতে অনেকে আহত হয়।’ 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ৮-১০ জন আহত হন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় কোনও পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবু ঘটনাটি তদন্ত করে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীর বাজারে আগাম শীতের সবজি, ভালো দাম পেয়ে খুশি কৃষকরা

রাজশাহীর বাজারে আগাম শীতের সবজি, ভালো দাম পেয়ে খুশি কৃষকরা

রূপগঞ্জে তেলের গোডাউনে আগুন, মালামাল পুড়ে ছাই

রূপগঞ্জে তেলের গোডাউনে আগুন, মালামাল পুড়ে ছাই

ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: সিইসি

ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: সিইসি

ব্যবস্থা না নিলে গোপালগঞ্জের অবস্থা ধানমন্ডি ৩২ নম্বরের মতোই হবে: রাফি  

ব্যবস্থা না নিলে গোপালগঞ্জের অবস্থা ধানমন্ডি ৩২ নম্বরের মতোই হবে: রাফি  

চেয়ারম্যান পদ ফিরে পেলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু

চেয়ারম্যান পদ ফিরে পেলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু

নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা ব্যবসা, নারীসহ গ্রেফতার ৪

নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা ব্যবসা, নারীসহ গ্রেফতার ৪

ব্যাটারিচালিত ভ্যানে ট্রাকচাপায় ২ জন নিহত

ব্যাটারিচালিত ভ্যানে ট্রাকচাপায় ২ জন নিহত

ফোনালাপ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত

ফোনালাপ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত

খুলনায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

খুলনায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

পারমাণবিক কর্মসূচি চলবে, তবে যৌক্তিক প্রস্তাব বিবেচনা করবে ইরান: আরাঘচি

পারমাণবিক কর্মসূচি চলবে, তবে যৌক্তিক প্রস্তাব বিবেচনা করবে ইরান: আরাঘচি