Swadhin News Logo
মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

‘হেল্প-হেল্প’ বলে চিৎকার স্কুলছাত্রীর, কাছে যেতেই শিক্ষককে ছুরিকাঘাত

প্রতিবেদক
Nirob
আগস্ট ১৯, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ
‘হেল্প-হেল্প’ বলে চিৎকার স্কুলছাত্রীর, কাছে যেতেই শিক্ষককে ছুরিকাঘাত

রাজশাহীতে এক শিক্ষককে ছুরিকাঘাত করেছে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে নগরের সপুরা এলাকায় এ ঘটনা ঘটে। স্কুল থেকে টিসি দেওয়ায় ক্ষোভ থেকে ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহত শিক্ষকের নাম মারুফ কারখী (৩৪)। তিনি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। ছুরিকাঘাতে মারুফ কারখীর ঘাড়ে ও হাতে জখম হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত ছাত্রীকে (১৬) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। ‘উচ্ছৃঙ্খল আচরণের কারণে’ ২০২৩ সালে তাকে এ স্কুল থেকে টিসি দেওয়া হয়। এখন সে অন্য একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে।

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, টিসি দেওয়ায় স্কুলের শিক্ষক-কর্মকর্তাদের ওপর ওই শিক্ষার্থীর ক্ষোভ ছিল। শুধু শিক্ষক মারুফ কারখী নন, যে কারও ওপর হামলা হতে পারতো। দুর্ভাগ্যক্রমে শিক্ষক মারুফ কারখী হামলার শিকার হয়েছেন। 

তিনি বলেন, ‌‘দুপুরে ওই ছাত্রী স্কুলের সামনের রাস্তায় অপেক্ষা করছিল। স্কুল ছুটি হলে শিক্ষক মারুফ স্কুটি নিয়ে বাসায় যাচ্ছিলেন। তখন সে ‘হেল্প, হেল্প’ বলে ডাকতে থাকে। মেয়েটি বিপদে পড়েছে ভেবে ওই শিক্ষক স্কুটি থেকে নেমে তার কাছে যান। তখন কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি তার গলা লক্ষ্য করে ছুরি চালায়। ওই শিক্ষক হাত দিয়ে ছুরিটি ধরার চেষ্টা করেন। এতে তার হাত ও ঘাড় কেটে যায়। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে আটকে রেখে স্কুলে খবর দেন। স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে ওই শিক্ষকের শরীরে তিনটি সেলাই লাগে। পরে ওই শিক্ষককে বাসায় পৌঁছে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর ওই ছাত্রীর অভিভাবককে ফোন করে ডাকা হয়। অভিভাবক আসার পরে মেয়ের এমন কাণ্ডের কথা জানানো হয়। পরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তিন জন স্টাফ তাদের বাসায় পৌঁছে দিয়ে আসেন। তবে এ নিয়ে আইনি কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।’ 

এদিকে, ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মেয়েটি অশ্রাব্য ভাষায় গালাগাল করছে। তাকে শান্ত করার চেষ্টা করছেন আশপাশের লোকজন।

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল নাঈম আবদুল্লাহর পিএ আবদুর রউফ হোসেন জানান, এ বিষয়ে অধ্যক্ষ গণমাধ্যমে কথা বলবেন না।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ থানায় কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
Módszerek Keresés Engedélyezett Web Alapú Kaszinók  Hungary Szerezd Meg A Bónuszod

Módszerek Keresés Engedélyezett Web Alapú Kaszinók Hungary Szerezd Meg A Bónuszod

মওলানা ভাসানী সেতুর ক্যাবল চুরির মামলায় গ্রেফতার দু’জন কারাগারে, একজনের দায় স্বীকার

মওলানা ভাসানী সেতুর ক্যাবল চুরির মামলায় গ্রেফতার দু’জন কারাগারে, একজনের দায় স্বীকার

থানায় ঢুকে হুমকির অভিযোগ, গ্রেফতারের পর জামায়াতের সেই নেতার জামিন

থানায় ঢুকে হুমকির অভিযোগ, গ্রেফতারের পর জামায়াতের সেই নেতার জামিন

এসএসসিতে ফেল করায় প্রাণ দিলো এক শিক্ষার্থী

এসএসসিতে ফেল করায় প্রাণ দিলো এক শিক্ষার্থী

শিবিরকে নারীবিদ্বেষী হিসেবে উপস্থাপন করা হয়, যা মিথ্যা: শিবির সভাপতি

শিবিরকে নারীবিদ্বেষী হিসেবে উপস্থাপন করা হয়, যা মিথ্যা: শিবির সভাপতি

পঞ্চগড়ে ৯ মাসেও হয়নি সড়ক প্রকল্পের অর্ধেক কাজ, তবুও বিল পাশ

পঞ্চগড়ে ৯ মাসেও হয়নি সড়ক প্রকল্পের অর্ধেক কাজ, তবুও বিল পাশ

কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের অভিযোগে সেই সিইও সাময়িক বরখাস্ত

কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের অভিযোগে সেই সিইও সাময়িক বরখাস্ত

ডিসি- ইউএনওরা হবে মসজিদের সভাপতি: ধর্ম উপদেষ্টা

ডিসি- ইউএনওরা হবে মসজিদের সভাপতি: ধর্ম উপদেষ্টা

নিজ বাসায় র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা

নিজ বাসায় র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা

মাদকাসক্তদের চিকিৎসার ভরসাস্থল নিউ লাইফ, সুস্থ জীবনে ফিরেছেন হাজারো রোগী

মাদকাসক্তদের চিকিৎসার ভরসাস্থল নিউ লাইফ, সুস্থ জীবনে ফিরেছেন হাজারো রোগী