Swadhin News Logo
শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পাগলা মসজিদে এবার পাওয়া গেলো রেকর্ড ১২ কোটি টাকা

প্রতিবেদক
Nirob
আগস্ট ৩০, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
পাগলা মসজিদে এবার পাওয়া গেলো রেকর্ড ১২ কোটি টাকা

কিশোরগঞ্জের পাগলা মসজিদে আবারও বিপুল পরিমাণ টাকা দান করা হয়েছে। চার মাস ১৭ দিন পর আজ শনিবার সকাল ৭টায় খোলা হয় মসজিদের ১৩টি লোহার দানবাক্স। বাক্স খোলার সঙ্গে সঙ্গেই চোখে পড়ে টাকার স্তূপ। এ যেন টাকার পাহাড়। এগুলো রাখার জন্য প্রয়োজন হয় ৩২টি বস্তা। মসজিদের দোতলায় দিনভর চলে গণনা। টানা ১৩ ঘণ্টা পর রাত ৮টায় শেষ হয়। পাওয়া যায় ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, যা মসজিদের ইতিহাসে সর্বোচ্চ দানের রেকর্ড।

রাত সোয়া ৮টার দিকে পাগলা মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গণনায় অংশ নেন সাড়ে চার শতাধিক কর্মী। ছিলেন মসজিদের কর্মচারী, মাদ্রাসার ছাত্র, ব্যাংক কর্মকর্তা ও  স্বেচ্ছাসেবকরা। কঠোর নিরাপত্তার মধ্যে চলে গণনার কাজ। তদারকি করেন জেলা প্রশাসনের বেশ কয়েকজন  নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিরাপত্তায় ছিলেন সেনা, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা।

নগদ টাকার পাশাপাশি দানবাক্সে পাওয়া গেছে স্বর্ণালঙ্কার, রূপা ও বৈদেশিক মুদ্রাও। শুধু দানবাক্সে নয়, এবার প্রথমবারের মতো চালু করা হয় অনলাইনে দানের ব্যবস্থা। অনলাইন প্ল্যাটফর্ম থেকেও এসেছে ৫ লাখেরও বেশি টাকা।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া যায় ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। এবারের পাওয়া দানের টাকা সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক  ফৌজিয়া খান বলেন, ‘দানকারীদের বিশ্বাস, এখানকার দানে পূর্ণ হয় মনোবাসনা। অনেকে সুস্থতা ও মনের শান্তির জন্যও দান করেন এই মসজিদে। শুধু মুসলমান নয়, সব ধর্মের লোকজনই এখানে দান করে থাকেন। অনেকে নগদ টাকার পাশাপাশি দেন গরু, ছাগল, হাঁস-মুরগিও।’

তিনি বলেন, ‘মানুষের দানের টাকা দিয়ে এখানে প্রায় শতকোটি টাকা ব্যয়ে নির্মিত হবে একটি দৃষ্টিনন্দন আন্তর্জাতিক মানের বহুতল ইসলামি কমপ্লেক্স। খুব শিগগিরই কমপ্লেক্সের কাজ শুরু করার জোর প্রস্তুতি চলছে।’

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘গণনা প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ সুরক্ষিত ও স্বচ্ছ। কোনও ধরনের বিশৃঙ্খলা ছাড়াই মসজিদের টাকা গণনার কাজ শেষ হয়েছে।’

মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংকে জমা রাখা মসজিদের তহবিলের অর্থ থেকে যে লভ্যাংশ পাওয়া যায়, তা থেকে ক্যানসার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত দরিদ লোকদের সহায়তা করা হয়। পাগলা মসজিদের আর্থিক সহযোগিতায় চলে একটি মাদ্রাসাও। তহবিলে বর্তমানে প্রায় শতকোটি টাকা রয়েছে। এই অর্থ দিয়ে এখানে তৈরি হবে একটি আন্তর্জাতিকমানের বহুতল ইসলামিক কমপ্লেক্স। আর ভবিষ্যতে পাগলা মসজিদের সামাজিক সুরক্ষামূলক কর্মকাণ্ড আরও বাড়ানো হবে।

তিনতলা বিশিষ্ট এই ঐতিহ্যবাহী মসজিদটি শুধু ধর্মীয় নয়, কিশোরগঞ্জবাসীর বিশ্বাস ও আবেগের কেন্দ্রস্থল। যার খ্যাতি এরই মধ্যে দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। তিনটি গম্বুজ ও পাঁচতলা ভবনের সামনে উঁচু মিনারবিশিষ্ট এই স্থাপনা যেন দাঁড়িয়ে আছে মানুষের ভালোবাসা আর দানের অসীম শক্তির সাক্ষ্য হয়ে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
১২ দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালোজাদু প্রয়োগ করেছিলো ইসরায়েল: জেরুজালেম পোস্ট

১২ দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালোজাদু প্রয়োগ করেছিলো ইসরায়েল: জেরুজালেম পোস্ট

অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 

অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 

সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান ঠেকাতে দ্বিপাক্ষিক উদ্যোগ যুক্তরাষ্ট্র-মেক্সিকোর

সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান ঠেকাতে দ্বিপাক্ষিক উদ্যোগ যুক্তরাষ্ট্র-মেক্সিকোর

চট্টগ্রামে পোশাক কারাখানার আগুন ৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

চট্টগ্রামে পোশাক কারাখানার আগুন ৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

এখনো খোঁজ মেলেনি দুই ছাত্রের, চলছে তল্লাশি

এখনো খোঁজ মেলেনি দুই ছাত্রের, চলছে তল্লাশি

রামগড়ের সাবেক মেয়র শাহজাহান রিপন গ্রেফতার

রামগড়ের সাবেক মেয়র শাহজাহান রিপন গ্রেফতার

ঢাকায় হামলার প্রতিবাদে চট্টগ্রামে প্রকৌশল শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

ঢাকায় হামলার প্রতিবাদে চট্টগ্রামে প্রকৌশল শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

পাবনায় কৃষক দল নেতার ‘মক্কেল বাহিনী’, জিম্মি ২০ হাজার মানুষ

পাবনায় কৃষক দল নেতার ‘মক্কেল বাহিনী’, জিম্মি ২০ হাজার মানুষ

নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার থেকে সরে দাঁড়ালো শাস পার্টি

নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার থেকে সরে দাঁড়ালো শাস পার্টি

টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ