Swadhin News Logo
রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

শরীরে জখম নিয়ে চমেক হাসপাতালে আহত শিক্ষার্থীরা 

প্রতিবেদক
Nirob
আগস্ট ৩১, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
শরীরে জখম নিয়ে চমেক হাসপাতালে আহত শিক্ষার্থীরা 

কারও কপালে জখম, কারও হাতে, বুকে-পিঠে আবার কারও পায়ে জখম। সহপাঠী বন্ধুদের কাঁধে ভর করে একে একে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আসতে থাকেন সংঘর্ষে আহত শিক্ষার্থীরা। রবিবার (৩১ আগস্ট) বিকাল থেকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সামনে ভিড় আহত এবং তাদের স্বজন-সহপাঠীদের। আহত শিক্ষার্থীরা হাসপাতাল থেকে বের হচ্ছেন হাতে-মাথায়-পায়ে ব্যান্ডেজ মোড়ানো অবস্থায়। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শনিবার রাতে প্রথম দফা সংঘর্ষের পর রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় সংঘর্ষ ঘটে। এ সময় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষ থেমে থেমে চলে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বহু শিক্ষার্থী আহত আহত হন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় মোট ১০৮ জন শিক্ষার্থী চিকিৎসার জন্য এসেছেন। এর মধ্যে শনিবার রাতে প্রথম দফায় সংঘর্ষে আহত ৩০ শিক্ষার্থী চিকিৎসা নেন। তাদের মধ্যে কয়েকজনকে ভর্তি করা হয়। আজ দুপুরে দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭৮ জন আহত শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে ভর্তি করা হয়েছে। এর বাইরেও বেসরকারি হাসপাতালগুলোতে কেউ কেউ চিকিৎসা নিচ্ছেন বলে শুনেছি। তাদের পরিসংখ্যান আমাদের কাছে নেই। তবে দুজন ছাত্র বেসরকারি দুটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে একজন ন্যাশনাল হাসপাতালে অপরজন পার্ক ভিউ হাসপাতালে রয়েছেন।’

চবি মেডিক্যাল সেন্টারে দায়িত্বরত চিকিৎসক ডা. ফারহানা বলেন, ‘আজ সকাল থেকে শতাধিক শিক্ষার্থী আহত হয়ে চবি মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কমপক্ষে ২৫ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমার কর্মজীবনে এত সংখ্যক শিক্ষার্থী একসঙ্গে হতাহতের ঘটনা ঘটতে দেখিনি।’

এদিকে, বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ জারি করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

এর আগে শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে বাসার দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়, যা রাতভর চলতে থাকে। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
রংপুরে গণপিটুনিতে দুইজন নিহতের ঘটনায় গ্রেফতার ৪ জন রিমান্ডে

রংপুরে গণপিটুনিতে দুইজন নিহতের ঘটনায় গ্রেফতার ৪ জন রিমান্ডে

হালদা নদীতে আরও একটি ডলফিনের মৃত্যু

হালদা নদীতে আরও একটি ডলফিনের মৃত্যু

সামাজিক মাধ্যমে চলছে পশ্চিমা দেশের অত্যাধুনিক অস্ত্রের রমরমা ব্যবসা

সামাজিক মাধ্যমে চলছে পশ্চিমা দেশের অত্যাধুনিক অস্ত্রের রমরমা ব্যবসা

ডাকসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে: এমরান সালেহ

ডাকসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে: এমরান সালেহ

যশোর-বেনাপোল মহাসড়কে ভেঙে পড়লো শতবর্ষী গাছ 

যশোর-বেনাপোল মহাসড়কে ভেঙে পড়লো শতবর্ষী গাছ 

ভিসা ওভারস্টেয়ারদের দেশ ছাড়ার জন্য অতিরিক্ত ৩০ দিনের সময় দিলো সৌদি

ভিসা ওভারস্টেয়ারদের দেশ ছাড়ার জন্য অতিরিক্ত ৩০ দিনের সময় দিলো সৌদি

ট্রাম্পের নিরাপত্তায় ব্যর্থতার দায়ে সিক্রেট সার্ভিসের ৬ কর্মী সাময়িক বরখাস্ত

ট্রাম্পের নিরাপত্তায় ব্যর্থতার দায়ে সিক্রেট সার্ভিসের ৬ কর্মী সাময়িক বরখাস্ত

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আজও চলছে কমপ্লিট শাটডাউন

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আজও চলছে কমপ্লিট শাটডাউন

টানা বৃষ্টিতে সাতক্ষীরায় পানির নিচে আউশ, ভেসেছে মাছের ঘের

টানা বৃষ্টিতে সাতক্ষীরায় পানির নিচে আউশ, ভেসেছে মাছের ঘের

সিরিয়ার সুয়েইদায় যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ফ্রান্স-যুক্তরাজ্য-জাপান  

সিরিয়ার সুয়েইদায় যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ফ্রান্স-যুক্তরাজ্য-জাপান