Swadhin News Logo
বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন তিন বাংলাদেশি

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৮:২৭ পূর্বাহ্ণ
সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন তিন বাংলাদেশি

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দেড় বছর সাজাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তিন বাংলাদেশি নারী-পুরুষকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। দালালের মাধ্যমে তারা ২০২১ সালের ২১ মার্চ রাতে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৩০ এপ্রিল ভারতের বাগদা থানা পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত অবৈধ অনুপ্রবেশ আইনে তাদের দেড় বছরের সাজা দেয়। সাজা শেষে তারা আজ দেশে ফিরেছেন।

ফেরত আসারা হলেন- মলি বেগম (৩৬), মো. ইউসুফ আলী (৪৩) এবং রোনা বেগম (৩২)। এরা চট্টগ্রাম ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেড় বছর সাজাভোগ শেষে তিন বাংলাদেশিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি এনজিও সংস্থার মাধ্যমে তাদের নিজ পরিবারের কাছে ফেরত পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক