Swadhin News Logo
বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

তিন লাখ মানুষের জন্য ৪ জন চিকিৎসক, রোগীদের দুর্ভোগ

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৯:১৫ পূর্বাহ্ণ
তিন লাখ মানুষের জন্য ৪ জন চিকিৎসক, রোগীদের দুর্ভোগ

বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২৬ পদের মধ্যে দীর্ঘদিন ২২টি শূন্য অবস্থায় রয়েছে। উপজেলার তিন লাখ মানুষের জন্য মাত্র চার জন চিকিৎসক দায়িত্ব পালন করায় রোগীদের নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। চিকিৎসকদেরকেও হিমশিম খেতে হয়। চিকিৎসক ব্যবস্থাপত্রে ওষুধ লিখে দিলেও স্টোরে গিয়ে সব পাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষ বলছে, সেখানে সব ওষুধ রয়েছে।

এসব সমস্যার কারণে চিকিৎসা নিতে আসা উপজেলাবাসীর দুর্ভোগ বেড়েই চলেছে। তারা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব বগুড়ার সোনাতলা উপজেলায় মোট জনসংখ্যা প্রায় তিন লাখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু এ উপজেলার লোকজন নয়; পার্শ্ববর্তী গাবতলী, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলার বিপুলসংখ্যক মানুষ চিকিৎসা নিতে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন ৩৫০ থেকে ৫০০ রোগী চিকিৎসা নিতে আসেন। এ ছাড়া ইনডোরে প্রতিদিন গড়ে ৪৫ থেকে ৬০ জন রোগী বেডে বা বারান্দার বেডে চিকিৎসা নিয়ে থাকেন।

সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২৬টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র চার জন। শুধু চিকিৎসকের ২২ পদ শূন্য থাকায় মাত্র চার জন প্রায় তিন লাখ মানুষের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে নেই প্রয়োজনীয় জেনারেটর। বিদ্যুৎ গেলে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। এ সময় রোগী ও সঙ্গে আসা স্বজনরা নিরাপত্তাহীনতায় ভোগেন। দীর্ঘদিন সংস্কার না করায় স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশে ঝোপঝাড়ে ভরে গেছে। সন্ধ্যার পর মশার উপদ্রব বেড়ে অবস্থান করা কঠিন হয়ে পড়ে। এ ছাড়া হাসপাতালের ভেতরে ও বাইরে নোংরা আবর্জনা ও দুর্গন্ধে রোগীদের নাভিশ্বাস ওঠে।

চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করেন, চিকিৎসকরা ব্যবস্থাপত্রে সমস্যা অনুসারে প্রয়োজনীয় ওষুধ লিখে থাকেন। কিন্তু স্টোর থেকে শুধু প্যারাসিটামল, অ্যান্টাসিড, মেট্রোনিডাজল ও হিস্টাসিনসহ কিছু ওষুধ পাওয়া যায়। বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।

উপজেলার ঠাকুরপাড়া গ্রামের মিতালী রানী বলেন, ‘গত কয়েকদিন আগে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়েছিলাম। চিকিৎসক ব্যবস্থাপত্রে প্রয়োজনীয় একটি ক্রিম লিখে দেন। তবে স্টোরে গিয়ে সেটি পাওয়া যায়নি। পরবর্তীতে চিকিৎসকের নির্দেশে আমাকে ওই ক্রিমটি দেওয়া হয়।’

এ বিষয়ে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন কবিরাজ বলেন, ‘এখানে বহিরাগত রোগীর প্রচুর চাপ রয়েছে। চলতি বছরের অক্টোবর মাসে নতুন চিকিৎসক নিয়োগ হবে। তখনই চিকিৎসকের শূন্যতা কেটে যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে পিটিয়ে পুলিশে সোপর্দ

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে পিটিয়ে পুলিশে সোপর্দ

এখন যেখানে দিয়েছে, সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাব:এম সাখাওয়াত হোসেন

এখন যেখানে দিয়েছে, সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাব:এম সাখাওয়াত হোসেন

‘জবাব আরও ভয়ংকর হবে’, আমেরিকার হানার পরই রণহুংকার ইরানের

‘জবাব আরও ভয়ংকর হবে’, আমেরিকার হানার পরই রণহুংকার ইরানের

রাজনীতিকে ব্যবসার হাতিয়ার করা যাবে না, এর বিরুদ্ধে রুখে দাঁড়ান: ব্যারিস্টার নওশাদ জমির

রাজনীতিকে ব্যবসার হাতিয়ার করা যাবে না, এর বিরুদ্ধে রুখে দাঁড়ান: ব্যারিস্টার নওশাদ জমির

গোপালগঞ্জে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

গোপালগঞ্জে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

কর্মচারীদের বিক্ষোভে আবার উত্তাল মোংলা বন্দর

কর্মচারীদের বিক্ষোভে আবার উত্তাল মোংলা বন্দর

নেত্রকোনায় সাংবাদিক, চাকরিজীবী ও আ.লীগ নেতাসহ ৪৩৬ জনের নামে বিএনপি নেতার মামলা

নেত্রকোনায় সাংবাদিক, চাকরিজীবী ও আ.লীগ নেতাসহ ৪৩৬ জনের নামে বিএনপি নেতার মামলা

গাজার ‘নিরাপদ অঞ্চলের’ আশ্রয়শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা

গাজার ‘নিরাপদ অঞ্চলের’ আশ্রয়শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা

কুয়েটে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন

কুয়েটে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন

নরসিংদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নরসিংদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫