Swadhin News Logo
বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় দেন।  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- তাওলাদ ওরফে জহিরুল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মিজান, মোহাম্মদ আলী, আব্দুল লতিফ, হানিফ, সোহেল, সবুজ, মিলন, সেলিম, গুলজার, লেদা ফারুক, রাসেল, মোমেন, সাদ্দাম, শাহীন, রুহুল আমিন, আবুল ও পণ্ডিত। রায়ের সময় মোহাম্মদ আলী আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর একেএম ওমর ফারুক নয়ন বলেন, ২০১২ সালের এ হত্যা মামলায় ২৬ জনকে আসামি করা হয়। এর মধ্যে তাওলাদকে মৃত্যুদণ্ড এবং ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ছয় জন খালাস এবং দুজন আসামি মৃত্যুবরণ করেছেন। রায় ঘোষণার সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।’

মামলার এজাহার থেকে জানা গেছে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১২ সালের ২ মে রূপগঞ্জের মাছিমপুর এলাকায় নজরুল ইসলাম বাবুকে (৪৮) কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নজরুলের বাবা জালালউদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন। বিচার কার্যক্রম শেষে আজ আদালত রায় দেন।

সর্বশেষ - আন্তর্জাতিক