Swadhin News Logo
বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

দুই দিনেও উদ্ধার হয়নি অপহরণের শিকার স্কুলছাত্রী

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ণ
দুই দিনেও উদ্ধার হয়নি অপহরণের শিকার স্কুলছাত্রী

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে মাকে পিটিয়ে জখম করে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের দুই দিন পরও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছাত্রীর মা তিন জনের নামে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করেছেন। তবে পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, অর্ধবার্ষিক পরীক্ষা শেষে স্কুল থেকে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরছিলেন মা। সে সময় বেনাপোল দীঘিরপাড় গ্রামের সেলিম হোসেনের ছেলে সুমন হোসেন, তার বন্ধু কাগমারী গ্রামের হাবুর ছেলে জিসান, ভবারবেড় গ্রামের নাইমুরসহ ১০ থেকে ১২ জন চার-পাঁচটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার নিয়ে তাদের পথরোধ করে। জিসান ও নাইমুর মেয়ের মাকে বেদম মারধর করে মারাত্মক জখম করে। সুমন অস্ত্রের মুখে মেয়েটিকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। এ সময় মায়ের চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়।

অপহরণের শিকার ছাত্রীর বাবা জানান, বখাটে সুমন, জিসান, নাইমুরসহ দুর্বৃত্তরা স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়িতে আসার পথে অস্ত্রের মুখে তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় তার স্ত্রী বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত দূর্বৃত্তদের আটক করতে পারিনি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অপরাধীদের ধরতে ও মেয়েটিকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, সুমনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ বুধবারের মধ্যে অপহৃত স্কুলছাত্রীকে ফিরিয়ে এনে তার মা-বাবার কাছে দিয়ে দেবে।

সর্বশেষ - আন্তর্জাতিক