রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনে লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে ঢাকাসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি পীরগাছা স্টেশনে প্রবেশের সময় হঠাৎ ৬টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে ১৫ জন আহত হয়েছেন।
এ ব্যাপারে পীরগাছা স্টেশন মাস্টার ইউসুফ আলী জানান, পদ্মরাগ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কার্যালয়ে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন আসার পর লাইনচ্যুত বগি উদ্ধার করার পরেই ট্রেন চলাচল শুরু হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর সাড়ে ৩টা উদ্ধারকারী কোনও ট্রেন আসেনি।
এদিকে পদ্মরাগ ট্রেনের যাত্রীরা অভিযোগ করেছেন, তারা দুপুর ১টা থেকে অপেক্ষা করছেন। তাদের জন্য বিকল্প কোনও ব্যবস্থা গ্রহণ করেনি রেলওয়ে কর্তৃপক্ষ।
সান্তাহার থেকে লালমনিরহাটগামী যাত্রী ফাহমিদা বেগম জানান, তিনি তিন ছেলেমেয়েকে নিয়ে লালমনিরহাট যাবেন। হঠাৎ করে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হলো। বিকট শব্দ হলো। তারা আতঙ্কে ট্রেন থেকে লাফ দিতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন। তিনি অভিযোগ করেন, রেলওয়ে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে লাইন মেরামত না করায় এ সমস্যা হয়েছে।
শফিয়ার রহমান নামে আরেক যাত্রী বলেন, ‘আড়াই ঘণ্টা ধরে অপেক্ষা করছি, কখন লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন আসবে সেকথা স্টেশন মাস্টারসহ কেউই বলতে পারছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রেলওয়ে কর্মকর্তা জানান, ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারী ট্রেন আসার পর লাইনচ্যুত বগি উদ্ধার করে সচল করতে রাত হয়ে যাবে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা বলা না গেলেও রাত ৯-১০টার আগে সচল করা সম্ভব হবে বলে মনে হয় না।
বগি লাইনচ্যুত হওয়ায় রংপুর লালমনিরহাট-কুড়িগ্রামের সঙ্গে উত্তরাঞ্চলসহ সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ আলী জানিয়েছেন।















