Swadhin News Logo
বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

জামিন দেওয়ায় আদালত চত্বর থেকে আসামিকে অপহরণ করলো বাদী

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:০২ পূর্বাহ্ণ
জামিন দেওয়ায় আদালত চত্বর থেকে আসামিকে অপহরণ করলো বাদী

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের আদালত চত্বর থেকে প্রকাশ্যে এক আসামিকে অপহরণের চেষ্টা চালানো হয়েছে। এ সময় তাকে গণধোলাই দিয়ে জোর করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে জামিনে মুক্তি পাওয়া আসামি নুরুজ্জামানকে টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার ঘটনা ঘটে। তবে পুলিশি তৎপরতায় অপহরণকারীরা ধরা পড়ে।

আটক অপহরণকারীরা হলেন- গাংনী উপজেলার কাজিপুর গ্রামের লিটন হোসেন (৩৫), জোড়পুকুরিয়া গ্রামের মিঠুন আলী (৩২), জিয়ারুল ইসলাম (৪৫), রামদেবপুর গ্রামের পারভেজ মোস্তাক (৫১), আসাদুল ইসলাম (৪৫), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের জিন্নাত হোসেন (৩২), সাপাত আলী (৫০), রাজ্জাক (৬৫), প্রাগপুর বীরগাছী গ্রামের শিপলু (৪৫) ও মাইক্রোবাস চালক হোসেন আলী (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত প্রাঙ্গণে হঠাৎ করে একদল ব্যক্তি নুরুজ্জামানকে ঘিরে ফেলে টানতে টানতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নিয়ে আসে এবং বেদম মারধর করে। পরে তাকে জোর করে একটি মাইক্রোবাসে তোলে। এ সময় বাধা দিতে গেলে কয়েকজন স্থানীয়কেও মারধর করা হয়। ঘটনাটিতে আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। মেহেরপুর–কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া এলাকায় পুলিশের তল্লাশিতে ঢাকা মেট্রো-চ-৫৩-৮২০০ নম্বরের একটি মাইক্রোবাস আটক করা হয়। ওই গাড়ি থেকে নুরুজ্জামানকে উদ্ধার করা হয় এবং অপহরণে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তারা মেহেরপুর সদর থানা হেফাজতে রয়েছে।

অপহৃত নুরুজ্জামানের ভাই রাজু আহমেদ জানান, নুরুজ্জামান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মৃত আফজাল মালিথার ছেলে। তার বিরুদ্ধে গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের পারভেজ আশরাফ ২৭ লাখ টাকার আর্থিক লেনদেন নিয়ে মামলা করেন। অভিযোগ অনুযায়ী, বিদেশ পাঠানোর প্রক্রিয়ায় অর্থ নেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এ ঘটনায় নুরুজ্জামানের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও হুমকির অভিযোগ এনে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলা করা হয়।

তিনি বলেন, আদালত এক মাসের জামিন মঞ্জুর করলে বাদীপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। বাদী পারভেজ আশরাফ ও তার সহযোগীরা আদালত চত্বরেই তাকে অপহরণের চেষ্টা চালায়। 

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বাঁশবাড়িয়া এলাকা থেকে মাইক্রোবাসসহ অপহরণকারীদের গ্রেফতার করে। নুরুজ্জামানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নতুন করে একটি মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
পটিয়ায় পুলিশি হামলার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

পটিয়ায় পুলিশি হামলার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

ভারতে প্রবেশকালে ঝিনাইদহে নারী-শিশুসহ আটক ১১

ভারতে প্রবেশকালে ঝিনাইদহে নারী-শিশুসহ আটক ১১

প্রায় সাড়ে ৩ বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত দু’দেশ

প্রায় সাড়ে ৩ বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত দু’দেশ

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে প্রাণ হারালেন মা

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে প্রাণ হারালেন মা

বাঙালিদের অবহেলা হলে আপত্তির কারণ থাকবে, নাগরিক অধিকার মানতেই হবে: অমর্ত্য সেন

বাঙালিদের অবহেলা হলে আপত্তির কারণ থাকবে, নাগরিক অধিকার মানতেই হবে: অমর্ত্য সেন

নেপালে জেনজিদের বিক্ষোভ: নিহতের সংখ্যা বেড়ে ১৯

নেপালে জেনজিদের বিক্ষোভ: নিহতের সংখ্যা বেড়ে ১৯

রাইফেল উদ্ধার, সন্দেহভাজনের ছবি প্রকাশ

রাইফেল উদ্ধার, সন্দেহভাজনের ছবি প্রকাশ

কৃষক দল নেতাকে অস্ত্রসহ আটক করলো যৌথ বাহিনী, ছেড়ে দিলো পুলিশ

কৃষক দল নেতাকে অস্ত্রসহ আটক করলো যৌথ বাহিনী, ছেড়ে দিলো পুলিশ

৭ বছর আগে গুমের ঘটনায় মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

৭ বছর আগে গুমের ঘটনায় মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

আন্দোলনে স্বর্ণকার মিলনের মৃত্যুর বছর পেরোলেও পরিবারের খবর রাখেনি কেউ

আন্দোলনে স্বর্ণকার মিলনের মৃত্যুর বছর পেরোলেও পরিবারের খবর রাখেনি কেউ