Swadhin News Logo
বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সিলেটে বিএনপি নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের দুই মামলা

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ
সিলেটে বিএনপি নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের দুই মামলা

সিলেট নগরীর কুমারগাঁও মৌজায় ব্যক্তি মালিকানাধীন দুটি টিলা কাটার অভিযোগে প্রবাসী বিএনপি নেতা আব্দুল হকসহ ১৬ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে পরিবেশ অধিদফতর। গত মঙ্গলবার ও সোমবার সিলেট মহানগরীর জালালাবাদ ও এয়ারপোর্ট থানায় মামলা দুটি করেন পরিবেশ অধিদফতরের সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশিদ।

এয়ারপোর্ট থানায় দায়েরকৃত মামলার এজাহার থেকে জানা যায়, এয়ারপোর্ট থানার ৩৭নং ওয়ার্ডের অন্তর্গত টিলারগাঁও, আখালিয়া এলাকার কুমারগাঁও মৌজার ৭০নং জেলস্থিত ১১৯২নং খতিয়ানের ২১০৮নং দাগের অন্তর্গত দৃশ্যমান ও রেকর্ডীয় টিলা রকম ভূমি কর্তন-সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদফতর, সিলেট জেলা কার্যালয়ের অফিস সহায়ক মো. আবু সুফিয়ান টিলা কর্তনের স্থান সরেজমিন পরিদর্শন করেন। তখন টিলা রকম ভূমি কর্তন ও মাটি অপসারণের প্রমাণ পেয়ে, গত ১৫ জুলাই পরিবেশ অধিদফতর, সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক নগরীর জিন্দাবাজার নিউ হক ম্যানশনের আশফাক আহমেদ, বিশ্বনাথ মীরের চক এলাকার প্রবাসী আব্দুল হক, মোগলগাঁও লামাপাড়া এলাকার আলাউদ্দিন হাসু, কোম্পানীগঞ্জের পুটামারা গ্রামের সুহেল এবং নগরীর ৩৭নং ওয়ার্ড বড়গুল এলাকার সিদ্দিক আলীর বিরুদ্ধে এনফোর্সমেন্ট নোটিশ জারি করা হয়। গত ২৩ জুলাই অনুষ্ঠিত শুনানি শেষে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের আদেশ হয়। এর প্রেক্ষিতে গত ২১ আগস্ট সহকারী কমিশনার (ভূমি), মহানগর রাজস্ব সার্কেল থেকে ঘটনাস্থলের সত্যায়িত রেকর্ড প্রাপ্তি সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও তিন থেকে চার জনকে আসামি করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, বর্ণিত টিলার মালিক প্রবাসী আব্দুল হকের নির্দেশনায় কেয়ারটেকার আশফাক আহমেদ ও অন্য বিবাদীরা পরস্পর যোগসাজশে টিলার মাটি কর্তনপূর্বক অপসারণ করেছেন। বিবাদীরা পরিবেশ অধিদফতরের অনুমতি গ্রহণ ব্যতিরেকে আনুমানিক ১৩৫ ফুট দৈর্ঘ্য, ৭৫ ফুট প্রস্থ, গড় উচ্চতা ১৩ ফুট এবং ১,৩১,৬২৫ ঘনফুট দৃশ্যমান টিলা রকম ভূমি কর্তন করে টিলার মাটি অপসারণ করেছেন, যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) অনুযায়ী বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।

টিলাটির মালিক এজাহারে উল্লিখিত ২নং আসামি যুক্তরাজ্যপ্রবাসী পোর্টসমাউত সিটি বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হক (শাহ এম এ হক) বলে জানা গেছে।

অন্যদিকে, জালালাবাদ থানায় দায়েরকৃত মামলার এজাহারে সিলেট নগরীর হাওয়াপাড়া এলাকার বাসিন্দা ও টিলার মালিক মালিক উজ্জামান। তারাপুর চা-বাগানের স্টার টি স্টেটের ব্যবস্থাপক ও প্রধান সমন্বয়ক রিংকু চক্রবর্তী, মোহাম্মাদীয়া এলাকার জাবেদ, খালেদ ও জাহাঙ্গীর, দুসকি এলাকার আমির হামজা ও সেলিম, মোহাম্মাদীয়া এলাকার বিল্লাল, দুসকি এলাকার কয়েছ আহমেদ এবং মোহাম্মাদীয়া এলাকার জুবায়ের আহমেদ ও রাজু আহমেদসহ আরও ছয় থেকে সাত জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, ৮ সেপ্টেম্বর জালালাবাদ থানার সদর উপজেলার কুমারগাঁও মৌজার ৪৬৬ নম্বর খতিয়ানের ২১৯২ নম্বর দাগের অন্তর্গত দৃশ্যমান ও রেকর্ডীয় টিলা কাটার স্থান সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খানের নেতৃত্বে পরিবেশ অধিদফতরের টিম সরেজমিন পরিদর্শনে গেলে টিলা কাটা এবং টিলার মাটি অপসারণের প্রমাণ মেলে। তবে পরিদর্শনকালে ঘটনার সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

মামলার প্রধান আসামি মালিক উজ্জামানের রেকর্ডীয় ভূমি বলে উল্লেখ করা হয়। এজাহারে আরও বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য টিলা কেটেছেন। তারা পরিবেশ অধিদফতরের অনুমতি না নিয়ে আনুমানিক ২৩৫ ফুট দৈর্ঘ্য, ১১৫ ফুট প্রস্থ, ৪৩ ফুট গড় উচ্চতা এবং ১১ লাখ ৬২ হাজার ৭৫ ঘনফুট দৃশ্যমান টিলা রকম ভূমি কেটে মাটি অপসারণ করেছেন। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬ (খ) অনুযায়ী বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।

পরিবেশ অধিদফতর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির বলেন, ‘পাহাড় ও টিলা আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। পরিবেশ অধিদফতর এ বিষয়ে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। পাহাড় কাটা একটি গুরুতর পরিবেশ অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সিলেট জেলায় পাহাড় ও টিলা কর্তনের ঘটনায় ইতোমধ্যে পরিবেশ অধিদফতর কর্তৃক ২টি মামলা দায়ের করা হয়েছে। এর আগেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও ২০টি মামলা হয়েছে। পরিবেশ অধিদফতর নিয়মিত মনিটরিং করছে। ভবিষ্যতেও স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিবেশ ধ্বংসকারী যেকোনও কর্মকাণ্ড দমনে কার্যক্রম অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর সিলেটে অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এ সংক্রান্ত আদেশে বলা হয়, আদেশ অমান্যকারীকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫ ধারা অনুযায়ী আইনিব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প

কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা লুক্সেমবার্গের

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা লুক্সেমবার্গের

সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ

সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ

নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে: গোলাম পরওয়ার

নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে: গোলাম পরওয়ার

কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প

ম্যাকরনের সিদ্ধান্তের কোনো গুরুত্ব নেই: ট্রাম্প

ওয়াইল্ডলাইফ ক্যামেরায় ৪০০ সেলফি তুললো ভালুক

ওয়াইল্ডলাইফ ক্যামেরায় ৪০০ সেলফি তুললো ভালুক

ভারতে মানুষকে কামড়ালে কুকুরের শাস্তি ‘যাবজ্জীবন কারাদণ্ড’

ভারতে মানুষকে কামড়ালে কুকুরের শাস্তি ‘যাবজ্জীবন কারাদণ্ড’

মওলানা ভাসানী সেতুর ক্যাবল চুরির মামলায় গ্রেফতার দু’জন কারাগারে, একজনের দায় স্বীকার

মওলানা ভাসানী সেতুর ক্যাবল চুরির মামলায় গ্রেফতার দু’জন কারাগারে, একজনের দায় স্বীকার

নিউইয়র্কে ডিম ছোড়ার ঘটনার পর আটক যুবলীগ নেতা জামিনে মুক্ত

নিউইয়র্কে ডিম ছোড়ার ঘটনার পর আটক যুবলীগ নেতা জামিনে মুক্ত

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে দুর্নীতিবাজ, খুনি ও চাঁদাবাজ থাকবে না: রেজাউল করিম

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে দুর্নীতিবাজ, খুনি ও চাঁদাবাজ থাকবে না: রেজাউল করিম