Swadhin News Logo
শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা হলো না সৌদিফেরত মেজবাহর

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ২০, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা হলো না সৌদিফেরত মেজবাহর

মাদারীপুরের শিবচরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নির্মাণাধীন ব্রিজের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মেজবাহ মোড়ল (৩৩) নামে এক সৌদিপ্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মেজবাহ উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরের কান্দি এলাকার মৃত আইয়ুব আলী মোড়লের ছেলে। তিনি সৌদি আরব থাকতেন, গতকালই দেশে ফিরেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে সৌদি আরব থেকে নিজ বাড়িতে আসেন মেজবাহ। পরে মধ্যরাতে তার এক নিকটাত্মীয়ের মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি সন্ন্যাসীর চর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি (মিনারা) স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করার জন্য রওনা হন। পথিমধ্যে আজগর হাওলাদার কান্দি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নির্মাণাধীন ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তার মাথায় ও থুতনির নিচে মারাত্মক রক্তাক্ত জখম হয়ে নির্মাণাধীন ব্রিজের নিচে গর্তের পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ভোররাত ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনের সহায়তায় মরদেহ উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক