Swadhin News Logo
শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তি, উপ-উপাচার্য ও প্রক্টর অবরুদ্ধ

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তি, উপ-উপাচার্য ও প্রক্টর অবরুদ্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহালের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় সহ-উপাচার্য ও প্রক্টরকে আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা জুবেরী ভবনে ঢুকতে চাইলে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ শিক্ষার্থীরা তাদের সামনে দু-হাত প্রসারিত করে বাধা হয়ে দাঁড়ান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর সহ-উপাচার্যসহ কর্মকর্তারা জুবেরী ভবনের দোতলায় একটি কক্ষে যান। পরে জুবেরী ভবনের সিঁড়ি ও বারান্দায় অবস্থান নিয়ে সহ-উপাচার্যকে আটকে রেখে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এর আগে বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে গাড়ি নিয়ে বের হচ্ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন। এ সময় শিক্ষার্থীরা তার গাড়ি আটকে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর শিক্ষার্থীরা সহ-উপাচার্যের গাড়ির ইঞ্জিনের ওপর প্রতীকী ‘ভিক্ষা’ হিসেবে খুচরা টাকা দেন। প্রায় ২০ মিনিট সেখানে সহ-উপাচার্যকে গাড়িতে আটকে বিক্ষোভ করা হয়। এরপর গাড়িচালকের কাছ থেকে শিক্ষার্থীরা গাড়ির চাবি কেড়ে নিলে সহ-উপাচার্য গাড়ি থেকে নেমে হেঁটে তার বাসভবনের দিকে যেতে থাকেন। তখন শিক্ষার্থীরা তার পিছু নেন। একপর্যায়ে দৌড়ে শিক্ষার্থীরা তার বাসভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে সেখানে আটকা পড়েন সহ-উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ‘নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে গিয়ে শিক্ষার্থীরা এমন করতে পারে না’ বললে তার সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। পরে সহ-উপাচার্য, প্রক্টর, ছাত্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের দিকে এগিয়ে যান। শিক্ষার্থীরাও তাদের পিছু নিয়ে জুবেরী ভবনের সামনে যান। শিক্ষার্থীরা তাদের জুবেরী ভবনে ঢুকতে বাধা দিলে বিকাল ৪টার দিকে জুবেরী ভবনের ফটকে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

জুবেরী ভবনে সহ-উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘আমাকে যতই ভাত না খেয়ে রাখুক, যতই বাসায় ঢুকতে না দিক, আমি একক কোনও সমাধান দেওয়ার এখতিয়ার রাখি না। সমাধান বডিতে বসে দেওয়া লাগবে। আমি কেন অবরুদ্ধ হলাম, সেটা আমার জানা নাই।’

এ ঘটনায় সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার নিজের ফেসবুকে লিখেছেন, ‘জুলাইয়ের পর আবার মাইর খাওয়া শুরু হলো। রাবি প্রশাসন গায়ে হাত তুললো, গলা চেপে ধরলো। কোনও অভিযোগ দেবো না, তদন্ত কমিটিও গঠন করবো না। শুধু পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করবে। ইনসাফের লড়াইয়ে রাবিয়ানরা আরেকবার এগিয়ে আসেন।’ তিনি জুবেরী ভবনে বলেন, ‘সবাইকে ডাকেন। আরও একটি বিপ্লব এই ক্যাম্পাসে হোক। পোষ্য কোটাকে নামে-বেনামে এই ক্যাম্পাসে থাকতে দেবো না।’  

প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, ‌শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। এ সময় প্রশাসন ভবনে গাড়ি আটকে দেন শিক্ষার্থীরা। পরে তিনি হেঁটে বাসায় যেতে থাকেন। তাকে বাসায় যেতে দেওয়া হয়নি। পরে পাশেই জুবেরী ভবনে আলোচনার জন্য চেয়েছিলেন। জুবেরী ভবনে প্রবেশ করার সময় সামনে এসে দাঁড়ান শিক্ষার্থীরা। তখন এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। কে কীভাবে শুরু করেন, তিনি জানেন না।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
সুনামগঞ্জে ভারতীয় লেহেঙ্গা-শাড়ীসহ সাড়ে ৫ কোটি টাকার পণ্য জব্দ

সুনামগঞ্জে ভারতীয় লেহেঙ্গা-শাড়ীসহ সাড়ে ৫ কোটি টাকার পণ্য জব্দ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে চলমান মামলা বাতিলের দাবিতে সমাবেশ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে চলমান মামলা বাতিলের দাবিতে সমাবেশ

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষদিন মঙ্গলবার, ফরম নিয়েছেন ১৬৯ প্রার্থী

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষদিন মঙ্গলবার, ফরম নিয়েছেন ১৬৯ প্রার্থী

সেদিন চট্টগ্রামে ঝরে তিন প্রাণ, আহত হন দুই শতাধিক

সেদিন চট্টগ্রামে ঝরে তিন প্রাণ, আহত হন দুই শতাধিক

মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, পিটুনিতে প্রাণ গেলো হামলাকারীর

মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, পিটুনিতে প্রাণ গেলো হামলাকারীর

ন্যাটো, যুদ্ধবন্ধ কিংবা ক্রাইমিয়া নিয়ন্ত্রণ— ইউক্রেন ইস্যুতে যেন পুতিনের গলায় কথা বলছেন ট্রাম্প

ন্যাটো, যুদ্ধবন্ধ কিংবা ক্রাইমিয়া নিয়ন্ত্রণ— ইউক্রেন ইস্যুতে যেন পুতিনের গলায় কথা বলছেন ট্রাম্প

মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ বিএনপি নেতা গ্রেফতার

মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ বিএনপি নেতা গ্রেফতার

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

বগুড়ায় শ্রমিকলীগ নেতা গ্রেফতার

বগুড়ায় শ্রমিকলীগ নেতা গ্রেফতার

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্ত, নিহত ৪

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্ত, নিহত ৪