Swadhin News Logo
সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে ৮৪ জনকে উদ্ধার, আটক ৩

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে ৮৪ জনকে উদ্ধার, আটক ৩

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় বিজিবি-র‌্যাব যৌথ অভিযান চালিয়ে ৮৪ জন মালয়েশিয়াগামীকে উদ্ধার করেছে। এ সময় মানব পাচারকারীর চক্রের সদস্যরা গুলি চালায়। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

আটক মানব পাচারকারীরা হলো– টেকনাফের বাহারছড়ার বাসিন্দা আব্দুল্লাহ (২১); একই এলাকার সাইফুল ইসলাম (২০) ও ইব্রাহিম (২০)।

সংবাদ সম্মেলনে কক্সবাজার র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, ‘টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়ায় গহিন পাহাড়ে একটি পাচারকারী চক্র মালয়েশিয়া-থাইল্যান্ডে নেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজনকে আটক রাখার খবর পাওয়া যায়। গতকাল রাতে বিজিবি-র‌্যাব সদস্যরা প্রথমে বাহারছড়া পাহাড়ি এলাকা থেকে একজন পাচারকারীকে আটকসহ চার ভুক্তভোগীকে উদ্ধার করেন। তাদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা এবং গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে পাহাড়ে আমরা সমন্বিতভাবে বৃহৎ যৌথ অভিযান পরিচালনা করি। আলাদাভাবে পাচারকারীদের তিনটি পাহাড়ি আস্তানা থেকে  ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের পাচারের জন্য জড়ো করা হয়েছিল।’

তিনি বলেন, ‘বিজিবি ও র‌্যাবের ১২ ঘণ্টার দুঃসাহসিক অভিযানে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান এবং একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ ছাড়াও তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশি রামদা ও একটি চাকু, তিনটি অস্ত্রের চেম্বার থেকে তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।’

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘সম্প্রতি টেকনাফের পাহাড়ে মানব পাচারের বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় হয়েছে। ফলে আমরা টহল-নজরদারির মাধ্যমে পাহাড়ে অভিযান পরিচালনা করছি। এরই অংশ হিসেবে আমরা কয়েকটি পাহাড়ে মানব পাচার চক্রের আস্তানায় হানা দিয়ে সমুদ্রপথে মিয়ানমার হয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৮৪ জনকে উদ্ধার করি। তাদের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং বাংলাদেশি নাগরিকও রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অবস্থানরত হোসেন, সাইফুল ও নিজাম নামের তিন ব্যক্তি এই আন্তর্জাতিক চক্রের মূল হোতা। তাদের অধীনে রয়েছে বিভিন্ন শাখা-প্রশাখায় বিভক্ত দালালদের একটি শক্তিশালী নেটওয়ার্ক। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিসহ ক্যাম্পের চক্রও জড়িত রয়েছে। তাদের ধরতে আমরা কাজ করছি।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
ইরান হরমুজ প্রণালি বন্ধ করলে কী ঘটবে?

ইরান হরমুজ প্রণালি বন্ধ করলে কী ঘটবে?

রমিজ উদ্দিন কলেজ শিক্ষার্থীদের টি-শার্টে স্লোগান ‘শেখ হাসিনা আসবে’

রমিজ উদ্দিন কলেজ শিক্ষার্থীদের টি-শার্টে স্লোগান ‘শেখ হাসিনা আসবে’

মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেনীর বন্যা আশ্রয়কেন্দ্রগুলো ফাঁকা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ফেনীর বন্যা আশ্রয়কেন্দ্রগুলো ফাঁকা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আর্মেনিয়া-আজারবাইজান ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর

আর্মেনিয়া-আজারবাইজান ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর

ফরিদপুরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর-আগুন

ফরিদপুরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর-আগুন

ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

উপকূলীয় অঞ্চলে ৯০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে: ত্রাণ উপদেষ্টা

উপকূলীয় অঞ্চলে ৯০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে: ত্রাণ উপদেষ্টা

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

পদ্মায় নৌপুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

পদ্মায় নৌপুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ