Swadhin News Logo
সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পুলিশের চোখের সামনে আদালত থেকে পালালো জোড়া খুনের আসামি

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ
পুলিশের চোখের সামনে আদালত থেকে পালালো জোড়া খুনের আসামি

বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজাতখানার সামনে থেকে ডাকাতিসহ জোড়া খুনের মামলার আসামি রফিকুল ইসলাম (৪০) পালিয়ে গেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনায় ওই আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি ও আদালতপাড়ায় তোলপাড় শুরু হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। যাদের অবহেলায় আসামি পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ, মামলা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, পলাতক আসামি রফিকুল ইসলাম বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকোড়া চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে। তিনি গত ৯ জুলাই রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও তার সৌদি প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আকতারকে (৩০) হাত-পা, মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা মামলার আসামি। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর রাকিব হাসান তাকে গ্রেফতার করেন।

সোমবার রফিকুল ইসলামকে বগুড়া জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দেওয়ার জন্য আনা হয়েছিল। বিকাল সোয়া ৪টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দোতলায় হাজতখানা থেকে তাকে অন্যদের সঙ্গে কারাগারে ফেরত নেওয়া হচ্ছিল। এ সময় তিনি (রফিকুল) হাজতখানার সামনে থেকে কৌশলে পালিয়ে যান।

কর্তব্যরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামি পালিয়ে যাওয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়। এরপরই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এ ছাড়া পালিয়ে যাওয়া আসামি রফিকুল ইসলামকে গ্রেফতারে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু হয়। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা এ ঘটনার জন্য কর্তব্যরত পুলিশ সদস্যদের অবহেলাকে দায়ী করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর রাকিব হাসান জানান, সোমবার বিকালে আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যাওয়া দুপচাঁচিয়ায় জোড়া খুনের আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর, দুপচাঁচিয়া ও আদমদীঘি থানায় মাদকসহ বিভিন্ন ধারায় চারটি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি তারাও কাজ করছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক