Swadhin News Logo
সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে জবানবন্দি দিলেন তার প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ
সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে জবানবন্দি দিলেন তার প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুর্নীতি ও অর্থপাচারের বিষয়ে আদালতে বিস্তারিত বিবরণ উঠে এসেছে তার শিল্প গ্রুপের ঊর্ধ্বতন দুই কর্মকর্তার জবানবন্দিতে। পাঁচ দিনের রিমান্ড শেষে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে জবানবন্দি দেন তারা।

দুই কর্মকর্তা হলেন- জাবেদের পারিবারিক শিল্পগোষ্ঠী আরামিট গ্রুপের দুই সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুল আজিজ ও উৎপল পাল।

দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মোকাররম হোসাইন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গ্রেফতার দুই আসামি আব্দুল আজিজ ও উৎপল পাল উভয়ে আজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা জবানবন্দিতে জাবেদের দুর্নীতি ও অর্থপাচারের বিস্তারিত বিবরণ দিয়েছেন। এর মধ্যে উৎপল পাল জানিয়েছেন, মন্ত্রী থাকার সময় জাবেদ যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে সম্পদ অর্জন করেন। সেই সম্পদের নথিপত্র বিদেশ থেকে আরামিট গ্রুপের কার্যালয়ে আসতো। সেগুলো উৎপলের টেবিলে জমা হতো। এর পর জাবেদের নির্দেশে তাদের গাড়িচালক ইলিয়াছ সেগুলো নিয়ে যেতেন।’

অপরদিকে, আব্দুল আজিজ তার জবানবন্দিতে জানিয়েছেন, জাবেদের নির্দেশে তার নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে ইউসিবিএল থেকে একাধিকবার লোন নেওয়া হয়। পরে সেই টাকা জাবেদ বিদেশে পাচার করেন। শুধু আব্দুল আজিজ নন, এরকম আরও কয়েকজনের নামে নামসর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠান খুলে লোন নেওয়া হয়। বাস্তবে প্রতিষ্ঠানগুলোর কোনও অস্তিত্ব ছিল না। শুধুমাত্র ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে পাচারের জন্যই সেগুলো খোলা হয়েছিল। আর পুরো প্রক্রিয়াটা হয়েছিল জাবেদ মন্ত্রীর দায়িত্ব পালনের সময়ে।’

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগে গত ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে-১-এ একটি মামলা করেন। মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানসহ ৩১ জনকে আসামি করা হয়। আব্দুল আজিজ ওই মামলার এজাহারভুক্ত এবং উৎপল পাল তদন্তে সম্পৃক্ততা পাওয়া আসামি। গত ১৭ সেপ্টেম্বর রাতে দুজনকে নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম। এরপর তাদের আদালতের নির্দেশে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে রিমান্ডে আজিজ ও উৎপলকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার সিকদার বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়। বাড়িটি জাবেদের স্ত্রী ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানের গাড়িচালক ইলিয়াছের।

সেই নথিপত্র যাচাই-বাছাইয়ের পর দুদক জানায়, মোট ৯টি দেশে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদের তথ্য পাওয়া গেছে। এগুলো হলো- আমেরিকা, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও কম্বোডিয়া।

এদিকে, দুদক কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত রবিবার চট্টগ্রামের একটি আদালত সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ দেয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনে দুই শিক্ষার্থী অসুস্থ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনে দুই শিক্ষার্থী অসুস্থ

কুকুরের তাড়া খেয়ে পা পিছলে পড়ে গিয়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

কুকুরের তাড়া খেয়ে পা পিছলে পড়ে গিয়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

চীন সীমান্তে উত্তর কোরিয়ার গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি

চীন সীমান্তে উত্তর কোরিয়ার গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি

গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা

গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা

কঙ্গোতে আইএস-সমর্থিত বিদ্রোহীদের হামলায় নিহত অন্তত ৫২ জন: জাতিসংঘ

কঙ্গোতে আইএস-সমর্থিত বিদ্রোহীদের হামলায় নিহত অন্তত ৫২ জন: জাতিসংঘ

টিসিবির ১৬০ বস্তা চাল উদ্ধার

টিসিবির ১৬০ বস্তা চাল উদ্ধার

কোটালীপাড়ায় ছাত্রলীগ কর্মী তৌকির গ্রেফতার

কোটালীপাড়ায় ছাত্রলীগ কর্মী তৌকির গ্রেফতার

বিদেশি নির্বাচন নিয়ে মন্তব্য করতে পারবে না মার্কিন রাষ্ট্রদূতরা— হোয়াইট হাউজের আদেশ জারি

বিদেশি নির্বাচন নিয়ে মন্তব্য করতে পারবে না মার্কিন রাষ্ট্রদূতরা— হোয়াইট হাউজের আদেশ জারি

ইন্দো-প্যাসিফিক মিত্রদের প্রতিরক্ষা বাজেট বাড়াতে বলছে যুক্তরাষ্ট্র: ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন

ইন্দো-প্যাসিফিক মিত্রদের প্রতিরক্ষা বাজেট বাড়াতে বলছে যুক্তরাষ্ট্র: ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন

মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা