Swadhin News Logo
মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বগুড়ায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
বগুড়ায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

বগুড়ার নন্দীগ্রামে রিপন আকন্দ (৫০) নামের এক চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল মাদ্রাসার পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ইজিবাইক ও মোবাইল ফোন পাওয়া যায়নি চালকের। 

রিপন আকন্দ বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি তালপট্টি গ্রামের বদিউজ্জামানের ছেলে। পুলিশ জানিয়েছে, যাত্রী বেশে ছিনতাইকারীরা গাড়িতে ওঠে ইজিবাইকটি ছিনিয়ে নিতে চালক রিপন আকন্দকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

বগুড়ার সহকারী পুলিশ (নন্দীগ্রাম-কাহালু সার্কেল) নুরুজ্জামান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছিনতাই হওয়া ইজিবাইক ও চালকের মোবাইল উদ্ধার করা গেলে হত্যায় জড়িতদের শনাক্ত করা যাবে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার পথে নুন্দহ ফাজিল মাদ্রাসার পাশের জঙ্গলে রিপন আকন্দের লাশ পড়ে থাকতে দেখেন। থানায় খবর দিলে দুপুরে লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

নিহতের ভাই নান্নু আকন্দ জানান, তার ভাই ভাড়ায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাত ৮টার দিকে তিন যাত্রী নিয়ে গাড়িদহ থেকে অন্যত্র যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে জানতে পারেন, মাদ্রাসার পাশে জঙ্গলে রিপনের লাশ পাওয়া গেছে। 

তিনি বলেন, ‘যাত্রী বেশে ছিনতাইকারীরা ইজিবাইক ও মোবাইল ছিনিয়ে নিয়ে আমার ভাইকে শ্বাসরোধে হত্যা করেছে। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত ও তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।’

সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার চোখে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ছাড়া ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করছি, দুর্বৃত্তরা ইজিবাইক ও মোবাইল ছিনতাই করতে চালককে হত্যা করেছে। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক