Swadhin News Logo
বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ

প্রতিবেদক
Nirob
অক্টোবর ২, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে ২ শিশু নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের পশ্চিম পাশে তুরাগ নদে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো- হিজলতলী এলাকার স্বপনের আড়াই বছর বয়সী মেয়ে অঙ্কিতা রানী এবং একই এলাকার তাপসের ছেলে তন্ময় মনি দাশ (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জন উপভোগ করতে শিশু অঙ্কিতা রানী ও তন্ময় মনি দাশ পরিবারের সঙ্গে ছোট্ট একটি ইঞ্জিনচালিত নৌকায় ওঠে। নৌকাটি বিকাল সাড়ে ৫টায় তুরাগ নদের চাপাইর ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিনচালিত অপর একটি বড় নৌকার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। নৌকায় থাকা নারী-পুরুষসহ বেশ কয়েকজন তীরে উঠতে পারলেও তাদের সঙ্গে থাকা দুই শিশু নদীতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয়রা নৌকা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাদের ডুবুরি দলের সদস্যরা না আসায় এখনও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান জানান, নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবেন।  

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত