Swadhin News Logo
রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

শেরপুরে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রতিবেদক
Nirob
অক্টোবর ৫, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ
শেরপুরে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

শেরপুরে নিখোঁজের দুদিন পর ডোবা থেকে আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৬২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকালে শহরের সাতানীপাড়ার হরিজন পল্লীর পেছনের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোতালেব গোপালবাড়ী এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোতালেব বাড়ি থেকে বেরিয়ে আ ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর কোনও সন্ধান না পেয়ে শুক্রবার পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার বিকালে হরিজন পল্লীর পেছনের ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারের পর সেটি মোতালেবের বলে শনাক্ত করে তার পরিবারের সদস্যরা। 

নিহতের ছেলে সাজিব বলেন, ‌‘আমার বাবা মুদি ব্যবসা করেন। তাকে না পেয়ে থানায় জিডি করি। শনিবার বিকালে বাবার মরদেহ ডোবাতে পাওয়া যায়। আমার বাবাকে হত্যা করে ডোবাতে ফেলে দেওয়া হয়েছে।’

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আঘাতের কোনও চিহ্ন ছিল না। তবে ময়নাদন্তের পর মোতালেবের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত