Swadhin News Logo
সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাইবান্ধায় আতঙ্ক বাড়াচ্ছে অ্যানথ্রাক্স, ২৫ জনের উপসর্গ, গৃহবধূর মৃত্যু

প্রতিবেদক
Nirob
অক্টোবর ৬, ২০২৫ ২:১২ পূর্বাহ্ণ
গাইবান্ধায় আতঙ্ক বাড়াচ্ছে অ্যানথ্রাক্স, ২৫ জনের উপসর্গ, গৃহবধূর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অসুস্থ ছাগল জবাই ও মাংস কাটার সময় একটি হাড় হাতের আঙুলে লেগে আঘাতপ্রাপ্ত হয়ে আজেনা বেগম রোজিনা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজন ও স্থানীয় পল্লী চিকিৎসকের ধারণা, তিনি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে অ্যানথ্রাক্সে নয়, আগে থেকে বিভিন্ন রোগের জটিলতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার (৪ অক্টোবর) রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নেওয়ার পর রবিবার (৫ অক্টোবর) দুপুরে বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে (দকিদার মোড়ে) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আজেনা বেগম ওই গ্রামের কৃষক আবুল হোসেনের স্ত্রী।

স্বজন ও এলাকাবাসী জানান, আজেনা বেগম একটি ছাগল লালন-পালনের জন্য এক প্রতিবেশীকে দিয়েছিলেন। প্রায় এক সপ্তাহ আগে সেটি দুটি বাচ্চা দেয়। এর মধ্যে একটি অসুস্থ হয়ে পড়লে তিনি মা ছাগল ও বাচ্চা দুটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন। অসুস্থ বাচ্চাটির অবস্থা আরও খারাপ হলে ৩০ সেপ্টেম্বর সেটি জবাই করা হয়। এ সময় আজেনা বেগম মাংস কাটাকাটির কাজ করছিলেন। হঠাৎ ছাগলের একটি হাড় তার হাতের আঙুলে আঘাত করলে ক্ষত সৃষ্টি হয়।

প্রথমে তিনি স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় গত শনিবার দুপুরে তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা অবস্থা গুরুতর দেখে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাতেই মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, মৃত নারী নিজেই অসুস্থ ছাগলের বাচ্চা জবাই করে মাংস কাটার সময় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অ্যানথ্রাক্সে মারা গেছেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। কারণ পরীক্ষা করা হয়নি।

তিনি আরও জানান, তার ইউনিয়নের অন্তত ১১ জন বর্তমানে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। ফলে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজেনা বেগমের ভাতিজা ও স্থানীয় পল্লী চিকিৎসক মো. আশরাফুল ইসলাম বলেন, প্রথমবার তিনি চিকিৎসা নিতে এলে হাতের একটি আঙুলে কালো ফোঁসকা ছিল। চিকিৎসা দিলে ফোঁসকাটি শুকিয়ে যায়, কিন্তু স্থানটি লালচে ও ফুলে ছিল। এতে অ্যানথ্রাক্সের উপসর্গ সন্দেহ হলে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিবাকর বসাক বলেন, ওই নারী শনিবার দুপুরে হাসপাতালে এসেছিলেন। তার হাতে ছোট দুটি ফোঁসকা ছিল, প্রেসার অনেক কমে গিয়েছিল এবং শ্বাসকষ্ট ছিল। তাই তাকে রংপুর মেডিক্যালে পাঠানো হয়, সেখানেই মৃত্যু হয়েছে বলে শুনেছি।

তিনি আরও বলেন, অ্যানথ্রাক্সে তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হতে নমুনা পরীক্ষার পর জানা যাবে। এ বিষয়ে ঢাকা থেকে আইইডিসিআর টিম এসে নমুনা সংগ্রহ করবে। এখন পর্যন্ত উপজেলায় ১৫ জন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের অনেকেই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।

এদিকে, গত এক সপ্তাহে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে অন্তত ২৫ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ শনাক্ত হয়েছে। পাশাপাশি গত এক মাসে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শতাধিক গবাদিপশু (গরু ও ছাগল) মারা গেছে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে মাহবুর রহমানের একটি অসুস্থ গরু জবাই করে প্রায় ১২০ জনের মধ্যে মাংস ভাগ করা হয়। মাংস কাটায় যুক্ত ১০-১৫ জনের মধ্যে ১১ জনের শরীরে ফোঁসকা ও ঘা দেখা দেওয়ায় তারা চিকিৎসা নিচ্ছেন। 

স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ ঘটনাটি খতিয়ে দেখছে এবং গবাদিপশুতে অ্যানথ্র্যাক্স প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, অ্যানথ্রাক্স প্রতিরোধে লিফলেট বিতরণ, মাইকিং, সভা ও টিকাদান কার্যক্রম চলছে। আক্রান্ত পশু জবাই না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরদিকে, রবিবার রাত ১০টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে জানানো হয়, রোজিনা (৪৫) নামের ওই নারী অ্যানথ্রাক্সে নয়, বরং আগে থেকেই বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সেসব রোগের জটিলতার কারণেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তাই জেলা স্বাস্থ্য বিভাগ সাধারণ জনগণকে গুজব ও বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
চাষকৃত জমিতে ট্রাক্টর চালিয়ে দখলের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে বিক্ষোভ

চাষকৃত জমিতে ট্রাক্টর চালিয়ে দখলের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে বিক্ষোভ

নিখোঁজের ৩ দিন পর বিল থেকে শিশুর লাশ উদ্ধার, দম্পতি আটক

নিখোঁজের ৩ দিন পর বিল থেকে শিশুর লাশ উদ্ধার, দম্পতি আটক

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টা বললেন, ‘এটা কি আমার বাপের টাকায় করছে?’

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টা বললেন, ‘এটা কি আমার বাপের টাকায় করছে?’

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা বেড়ে ১২, গ্রেফতার ৩১৪

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা বেড়ে ১২, গ্রেফতার ৩১৪

প্রকল্প নির্মাণে বিদেশি ঠিকাদারদের ওপর নির্ভরশীলতা কমাতে হবে: জ্বালানি উপদেষ্টা

প্রকল্প নির্মাণে বিদেশি ঠিকাদারদের ওপর নির্ভরশীলতা কমাতে হবে: জ্বালানি উপদেষ্টা

মেঘনায় সাত খুনে আসামীর স্বীকারোক্তি

মেঘনায় সাত খুনে আসামীর স্বীকারোক্তি

টেক্সাসে বন্যা, মার্কিন আবহাওয়া বিভাগের সক্ষমতা নিয়ে উঠছে প্রশ্ন

টেক্সাসে বন্যা, মার্কিন আবহাওয়া বিভাগের সক্ষমতা নিয়ে উঠছে প্রশ্ন

Απολαύστε Πακέτα Μπόνους Αποκλειστικά ◦ ελληνικός   🔑

Απολαύστε Πακέτα Μπόνους Αποκλειστικά ◦ ελληνικός 🔑

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ৭ হাজার পরিবার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ৭ হাজার পরিবার

শাহ মখদুম বিমানবন্দরে ঝুঁকি মোকাবিলায় যৌথ নিরাপত্তা মহড়া

শাহ মখদুম বিমানবন্দরে ঝুঁকি মোকাবিলায় যৌথ নিরাপত্তা মহড়া