Swadhin News Logo
শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

এক মামলায় জামিনের পর সংস্কৃতিকর্মী শামীমকে ‌‘সন্ত্রাসবিরোধী’ দুই মামলায় গ্রেফতার

প্রতিবেদক
Nirob
অক্টোবর ১৭, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ
এক মামলায় জামিনের পর সংস্কৃতিকর্মী শামীমকে ‌‘সন্ত্রাসবিরোধী’ দুই মামলায় গ্রেফতার

ময়মনসিংহে ধর্ম অবমাননা ও সাইবার সুরক্ষা আইনের মামলায় সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে (৩৮) আদালত জামিন দিলেও সন্ত্রাসবিরোধী আইনের আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হকের আদালতে কারাগারে থাকা শামীম আশরাফের জামিন শুনানি হয়। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। এরপরই কোতোয়ালি থানা পুলিশ সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে সেই আবেদন গ্রহণ করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, ‘শামীম আশরাফকে আরও দুই মামলায় দেখানোর নথি কারাগারে পাঠানো হয়েছে।’

আদালত সূত্র জানায়, নগরের জিরো পয়েন্ট এলাকায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক পরিচালিত শামীম এন্টারপ্রাইজের কার্যালয়ের ভেতরে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ২০২৪ সালের ১২ ডিসেম্বর থানায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ছাড়া চলতি বছরের ২৫ জুন নগরের নতুন বাজার এলাকার ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন খান আওয়ামী লীগকে সংগঠিত করার মামলায় গ্রেফতার হন। সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা সেই মামলাতেও শামীম আশরাফকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার দেখানোর দুটি আবেদনেই শামীম আশরাফকে ‘আওয়ামী লীগের সক্রিয় সদস্য’ হিসেবে উল্লেখ করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এসব ঘটনায় আসামির কাগজে-কলমে সম্পৃক্ততা রয়েছে। বিভিন্ন ছবি ও অ্যাকটিভিটির তথ্য রয়েছে। সেই তথ্যগুলো আদালতে উপস্থাপন করা হয়েছে।’

শামীম আশরাফ ‘গ্রাফিটি’ নামে একটি মুদ্রণশিল্পের ব্যবসা পরিচালনা করেন। পাশাপাশি ‘পরম্পরা’ নামের সাংস্কৃতিক সংগঠনের সভাপতির দায়িত্বে আছেন। তার বিরুদ্ধে নিজের ফেসবুকে একটি পোস্টে একজনের মন্তব্যের জবাবে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে। পরে সেই মন্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকে তাকে গ্রেফতারের দাবি জানান।

এ নিয়ে ৬ অক্টোবর রাতে ধর্ম অবমাননার অভিযোগে শামীম আশরাফের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন খেলাফত মজলিসের ময়মনসিংহ মহানগর শাখার সহসাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আরাফত। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের ধারায় অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। ওই রাতেই নগরের আমলাপাড়া এলাকা থেকে শামীমকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে শামীম আশরাফকে গ্রেফতার দেখানোর সমালোচনা করেছেন অনেকে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য আরজু আহমেদ ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লেখেন, ‘শামীম আশরাফকে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় জামিন প্রদান করা হয়েছে। কিন্তু জামিনে তাকে বাইরে আসার সুযোগ দেওয়া হয়নি। উল্টো জামিনের দিনে তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শামীম আশরাফকে পছন্দ করার কারণ তার বন্ধুদের আছে, অপছন্দ করার কারণেরও অভাব নেই। তাকে ঘৃণা করার সুযোগও হয়তো আছে। কিন্তু জুলাইয়ে প্রতিদিন রাজপথে থাকা শামীমকে সন্ত্রাসবিরোধী দুটি মামলায় গ্রেফতার কিছুটাও কি বিস্ময়ের নয়।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
গাজার যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তে আজ বসছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা

গাজার যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তে আজ বসছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা

মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

আ.লীগ নেতাকে মামলায় ফাঁসানোর কল রেকর্ড ফাঁস, এনসিপি নেতাকে অব্যাহতি

আ.লীগ নেতাকে মামলায় ফাঁসানোর কল রেকর্ড ফাঁস, এনসিপি নেতাকে অব্যাহতি

বিএনপির সমাবেশে সরকারি কর্মকর্তা, বললেন ‘১৭ বছর জেগে স্বপ্ন দেখছেন আমাদের নেতা’

বিএনপির সমাবেশে সরকারি কর্মকর্তা, বললেন ‘১৭ বছর জেগে স্বপ্ন দেখছেন আমাদের নেতা’

‘যেখানে বিএনপির মাঠ ভালো, সেখানে বিষোদগার করা হচ্ছে’

‘যেখানে বিএনপির মাঠ ভালো, সেখানে বিষোদগার করা হচ্ছে’

যেকারণে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া ছাড়া কোনও বিকল্প ছিল না নেতানিয়াহুর

যেকারণে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া ছাড়া কোনও বিকল্প ছিল না নেতানিয়াহুর

Trucs Om Genieten Van Slots Virtueel ℹ️ Amsterdam Online

Trucs Om Genieten Van Slots Virtueel ℹ️ Amsterdam Online

ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ৪

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ৪

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ইজিবাইকে পিকআপচাপা: নিহত বেড়ে ৪

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ইজিবাইকে পিকআপচাপা: নিহত বেড়ে ৪