Swadhin News Logo
মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পানির ট্যাংক থেকে যুবক আটক

প্রতিবেদক
Nirob
অক্টোবর ২১, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পানির ট্যাংক থেকে যুবক আটক

খুলনার ফুলতলায় আছিয়া বেগম (৩০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দামোদর হ্যাচারি মোড় সংলগ্ন তার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর হোসেন কাজী (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি নড়াইল সদর থানার বাসিন্দা। নিহত আছিয়া বেগম ওই এলাকার শহীদ মোল্লার স্ত্রী। 

পুলিশ জানিয়েছে, আছিয়া বেগম ও হোসেন কাজী দূরসম্পর্কের আত্মীয় ছিলেন। তাদের মধ্যে আগে থেকে সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর হোসেন কাজী নিহত আছিয়াদের বাড়ির ছাদের পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন। পরে সেখান থেকে তাকে আটক করা হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, ‌‌‘ঘটনার সময় আছিয়ার স্বামী বাড়িতে ছিলেন না। ওই বাড়ির দোতলায় তারা থাকতেন। আলামত উদ্ধারের সময় ছাদে গিয়ে পানির ট্যাংকের ভেতর হোসেন কাজীকে পাওয়া যায়। সেখান থেকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক