Swadhin News Logo
বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ | ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মসজিদের ছাদ থেকে অটোবাইক চালকের লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

প্রতিবেদক
Nirob
অক্টোবর ৩০, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ
মসজিদের ছাদ থেকে অটোবাইক চালকের লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

চাদঁপুরের হাইমচর উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর ওরফে দুলাল মেলকার (৪০) নামে এক অটোবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে তার পরিবার।

নিহত দুলাল মেলকার হাইমচর উপজেলার ৩ নম্বর আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের হাশিম মেলকারের ছেলে। গত ২৭ অক্টোবর ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা দুলাল মেলকার ২৭ অক্টোবর ভোরে ফজরের নামাজ পড়তে বের হয়ে আর বাসায় ফেরেননি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ জামে মসজিদের ভেতর থেকে দুর্গন্ধ এলে মসজিদের ইমাম ও কর্মরতরা দুর্গন্ধের উৎস খুঁজতে ছাদে যান। সেখানে তারা অর্ধগলিত লাশ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নিহতের স্বজনরা। তারা লাশটি দুলালের বলে শনাক্ত করে। দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, দুলাল মেলকারের স্ত্রী ও এক ছেলেসন্তান রয়েছে। নিহতের স্ত্রী তামান্না বেগম জানান, তার স্বামীর সঙ্গে কারও শত্রুতা ছিল না। অটোবাইক চালিয়ে সংসার চালাতেন। কারা কেন হত্যা করেছে, তা জানেন না। ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি।

এদিকে, উপজেলা পরিষদ মসজিদের ছাদে লাশ পাওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে এটিকে স্বাভাবিকভাবে দেখছেন না। মৃত্যু নাকি হত্যা তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মো. খায়রুল কবীর। তিনি জানান, দুলাল মেলকার ২৭ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অর্ধগলিত লাশ হওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় আপাতত থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ‘দুলাল নিখোঁজের ঘটনায় জিডি করেছিল পরিবার। আজ দুপুরে হঠাৎ কয়েকজন লোক এসে জানান, মসজিদের ছাদে একটি গলিত লাশ পড়ে আছে। আমরা গিয়ে দেখি অর্ধগলিত। পরে দুলালের পরিবার এসে শনাক্ত করে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর কররা হবে। পরিবারের সদস্যরা জানিয়েছেন দুলাল অসুস্থ ছিলেন। তবে কীভাবে মৃত্যু হয়েছে, তা বলা যাচ্ছে না। শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
কুড়িগ্রামে সরকারি পাঠাগার দখল, উদ্ধারের জন্য ১৯ সংগঠনের স্মারকলিপি

কুড়িগ্রামে সরকারি পাঠাগার দখল, উদ্ধারের জন্য ১৯ সংগঠনের স্মারকলিপি

ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা পেলেন ভারতের সাবেক এমপি

ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা পেলেন ভারতের সাবেক এমপি

পশ্চিম তীর দখল করা থেকে বিরত থাকতে হবে ইসরায়েলকে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিম তীর দখল করা থেকে বিরত থাকতে হবে ইসরায়েলকে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রতিরক্ষা দফতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার হুমকি পেন্টাগনের

মার্কিন প্রতিরক্ষা দফতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার হুমকি পেন্টাগনের

বাকৃবির শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নিন্দা

বাকৃবির শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নিন্দা

ফরিদপুরে স্পীডবোট ডুবে নারী নিহত

ফরিদপুরে স্পীডবোট ডুবে নারী নিহত

লোকসানে থাকা স্থলবন্দরগুলো বন্ধ করা হবে: নৌ পরিবহন উপদেষ্টা

লোকসানে থাকা স্থলবন্দরগুলো বন্ধ করা হবে: নৌ পরিবহন উপদেষ্টা

সুনামগঞ্জে ভারতীয় লেহেঙ্গা-শাড়ীসহ সাড়ে ৫ কোটি টাকার পণ্য জব্দ

সুনামগঞ্জে ভারতীয় লেহেঙ্গা-শাড়ীসহ সাড়ে ৫ কোটি টাকার পণ্য জব্দ

নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে: মির্জা ফখরুল

নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে: মির্জা ফখরুল

নাটোরে বৃদ্ধা হত্যার রহস্য উন্মোচন, গয়না হাতিয়ে নিতে দাদিকে হত্যা করেন নাতনি

নাটোরে বৃদ্ধা হত্যার রহস্য উন্মোচন, গয়না হাতিয়ে নিতে দাদিকে হত্যা করেন নাতনি