Swadhin News Logo
শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রাজশাহীর পদ্মাপাড়ে মিথেন গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
রাজশাহীর পদ্মাপাড়ে মিথেন গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স

রাজশাহীর পদ্মা নদীর পাড়ে মিথেন গ্যাসের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে গত কয়েকদিন ধরে নদীর পানি ও পাড়ের বালু থেকে গ্যাসের বুদবুদ উঠছিল। শনিবার (১ নভেম্বর) বাপেক্সের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মিথেন গ্যাসের উপস্থিতি পান। তারা পরীক্ষার জন্য তিন বোতল গ্যাস সংগ্রহ করেছেন।

বাপেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাপেক্সের ব্যবস্থাপক (জিওলজি) ও ভূতাত্ত্বিক জরিপের দলপ্রধান এসএম নাফিফুন আরহাম, উপ-ব্যবস্থাপক ইমামুল ইসলাম ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপক রাসেল কবীর প্রেমতলীর পদ্মা পাড়ে যান। তাদের সঙ্গে ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।

বাপেক্সের দলটি নদীর পাড়ের গ্যাস ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে মিথেন গ্যাসের উপস্থিতি দেখতে পান। পরে তারা বুদবুদের স্থানগুলো থেকে তিন বোতল গ্যাস সংগ্রহ করেন। নদীর পাড়ে এবং তীর সংলগ্ন পানিতে অন্তত অর্ধশত স্থান থেকে বুদবুদ দেখেন তারা। প্রায় ১০০ ফুট দূরে নদীর ওপারে গ্যাস উদগীরণ হচ্ছে কিনা তা দেখতে নৌকায় চড়ে সেখানে যান। সেখানে গিয়েও তারা কয়েকটি স্থান থেকে বুদবুদ উঠতে দেখেন।

গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে গত কয়েকদিন ধরে নদীর পানি ও পাড়ের বালু থেকে গ্যাসের বুদবুদ উঠছিল

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ‘বাপেক্স এসে নিশ্চিত করেছে, এখানে মিথেন গ্যাস রয়েছে। এজন্য জায়গাটি সংরক্ষিত ঘোষণা করা হয়। সেখানে যেন কেউ না যান, সেটি বলে দেওয়া হয়েছে। বাপেক্স পরবর্তী কার্যক্রম চালাবে।’

বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপের দলপ্রধান এসএম নাফিফুন আরহাম বলেন, ‘আমরা ডিটেক্টরের মাধ্যমে মিথেন গ্যাসের আশানুরূপ উপস্থিতি দেখেছি। বুদবুদ ওঠার স্থান থেকে তিন বোতল গ্যাস সংগ্রহ করেছি। এই গ্যাস ল্যাবে পরীক্ষা করা হবে। তারপর জানা যাবে, আমরা যে ধরনের খনিজ গ্যাস খুঁজি এটা সেটি, নাকি গাছপালা-লতাপাতা পচে তৈরি হওয়া অল্প কিছু গ্যাস। পরীক্ষার পরই আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে পারবো।’

তিনি আরও বলেন, ‘অতীতে এই এলাকায় সিসমিক সার্ভে (ভূ-কম্পন) জরিপ হয়েছে কিনা সেটিও আমাদের দেখতে হবে। এর মাধ্যমে মানচিত্র আকারে বোঝা যায়, মাটির নিচে কোথায় গ্যাস জমে আছে। সিসমিক সার্ভে অতীতে না থাকলে সেটিও আমরা করার উদ্যোগ নেবো। পর্যাপ্ত গ্যাসের মজুত থাকলে সেটি আগামীতে অবশ্যই উত্তোলন করা হবে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
যৌন নির্যাতনের অভিযোগে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে নির্যাতনের পর পুলিশে সোপর্দ

যৌন নির্যাতনের অভিযোগে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে নির্যাতনের পর পুলিশে সোপর্দ

ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলো বোন, প্রাণ গেলো দুজনেরই

ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলো বোন, প্রাণ গেলো দুজনেরই

গণভোজের আয়োজন থেকে আ.লীগের দুই নেতা গ্রেফতার

গণভোজের আয়োজন থেকে আ.লীগের দুই নেতা গ্রেফতার

‘এইডস পজিটিভ জানার পর মনে হচ্ছিল অনেকের মধ্যে ছড়িয়ে দিই’

‘এইডস পজিটিভ জানার পর মনে হচ্ছিল অনেকের মধ্যে ছড়িয়ে দিই’

আমরা গণভোট চাই না, জনগণের ভোট চাই : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা

আমরা গণভোট চাই না, জনগণের ভোট চাই : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা

মরদেহ মাটি থেকে তুলে পোড়ানোর ঘটনাকে ধিক্কার জানাই

মরদেহ মাটি থেকে তুলে পোড়ানোর ঘটনাকে ধিক্কার জানাই

টিকটকে পরিচয়ের সূত্রে বিয়ে, বছরে না যেতেই স্ত্রীকে কুপিয়ে হত্যা

টিকটকে পরিচয়ের সূত্রে বিয়ে, বছরে না যেতেই স্ত্রীকে কুপিয়ে হত্যা

গাজায় একদিনে প্রাণ গেলো ১০০ ফিলিস্তিনির

গাজায় একদিনে প্রাণ গেলো ১০০ ফিলিস্তিনির

উচ্ছেদ অভিযানে যাওয়া ভূমি কর্মকর্তাকে আটকে রেখে স্ট্যাম্পে সই নিয়েছে দখলদাররা

উচ্ছেদ অভিযানে যাওয়া ভূমি কর্মকর্তাকে আটকে রেখে স্ট্যাম্পে সই নিয়েছে দখলদাররা

ইউক্রেনের ডনেৎস্ক শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চায় রাশিয়া, দাবি জেলেনেস্কির

ইউক্রেনের ডনেৎস্ক শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চায় রাশিয়া, দাবি জেলেনেস্কির