Swadhin News Logo
সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

দলীয় মনোনয়ন পাননি বিএনপি নেতা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
Nirob
নভেম্বর ৩, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ
দলীয় মনোনয়ন পাননি বিএনপি নেতা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কাজী সালাউদ্দিন। এই আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছে আসলাম চৌধুরী।

মনোনয়ন না পাওয়ায় সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে আসলাম চৌধুরীর অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

কদমরসুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা।

সীতাকুণ্ড থানার ওসি মজিবর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। ঘটনাস্থলে সীতাকুণ্ড থানার পুলিশ রয়েছে। অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর প্রাথমিক তালিকাও প্রকাশ করেছে দলটি। তবে ৬৩ আসনে কাউকে মনোনয়ন দেয়নি দলটি। এর মধ্যে কিছু আসন জোটের দলের জন্য রাখা হয়েছে।

চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনের মধ্যে ১০টিতে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ছয়টি আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে। সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত