আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা শহরের পেট্রোল পাম্প সংলগ্ন দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা আব্দুল খালেকের সমর্থকরা এ কর্মসূচির আয়োজন করেন। এতে স্থানীয় নেতাকর্মী ছাড়াও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া জেলা কৃষকদলের সদস্য ওবায়দুল হক বলেন, ‘কুড়িগ্রাম-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নির্ধারণে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। ১৭ বছর নির্যাতিত, কারাবন্দি ও পরীক্ষিত নেতা আব্দুল খালেকের পরিবর্তে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারী ও আন্দোলন বিমুখ ব্যক্তিকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। যাকে উলিপুরের জনগণ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে ২০২২ সালে অংশ নিতে গিয়ে আব্দুল খালেক গ্রেফতার হয়ে ৪৫ দিন কারাগারে ছিলেন। তিনি রংপুর বিভাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুসারে নিরলসভাবে কাজ করেছেন। উলিপুরের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের একটাই দাবি-ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আব্দুল খালেককে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হোক। অন্যথায় এই আসনে বিএনপিকে বিজয়ী করা কঠিন হয়ে পড়বে।’
এ ব্যাপারে জানতে আব্দুল খালেকের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
প্রার্থী পরিবর্তনের দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভের বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী মিঞা বলেন, ‘যারা প্রার্থী পরিবর্তনের দাবি তুলছে, তারা প্রকৃত বিএনপির কর্মী নন। তারা ষড়যন্ত্রকারী, অন্য দলের প্রার্থীদের সুবিধা করে দিতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন। তাসভীর উল ইসলামকে প্রার্থী ঘোষণা করা উলিপুরবাসীর চাওয়া ছিল, দল সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’
উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলামের নাম ঘোষণা করা হয়।

















